________________
মানবধর্ম
মানবতার ধ্যেয়
প্রশ্নকর্তা: মনুষ্য জীবনের ধ্যেয় কি ?
দাদাশী: মানবতায় পঞ্চাশ প্রতি শত নম্বর পাওয়া। যা মানবধর্মতার অন্ততঃ পঞ্চাশ প্রতি শতনম্বর পাওয়া – এটাই মনুষ্য জীবনের ধ্যেয়। আর যদি উচ্চ ধ্যেয় রাখতে হয় তাহলে অন্ততঃনব্বই প্রতিশত নম্বর আসা চাই। মানবতার গুণ থাকা উচিৎ নয় কি ? যদি মানবতাই না থাকে তাে মনুষ্য জীবনের ধ্যেয়ই কোথায় রইলাে ?
| এ তাে ‘লাইফ’ (জীবন) সমস্ত ‘ফ্র্যাকচর’ (ভঙ্গ) হয়ে গেছে। কিসের জন্য বাঁচা তারও কোন বােধ নেই। মনুষ্যসার কি ? যে গতিতে যেতে চায় সেই গতি লাভ করে আর যদি মােক্ষ-এ যেতে চায় তাে মােক্ষ লাভ করে।
| এ সন্ত সমাগম থেকে আসে।
প্রশ্নকর্তা : মানবের যা ধ্যেয় তা প্রাপ্ত করার জন্য এখন কি করা অনিবার্য এবং কত সময় পৰ্য্যন্ত ?
| দাদাশ্রী : মানবতার মধ্যে কি কি গুণ আসে, আর তা কেমন করে পাওয়া যায়, এই সমস্ত জানতে হবে। এমন সন্ত পুরুষ যিনি মানবতার গুণে সমৃদ্ধ, তাঁর কাছে গিয়ে তােমাকে বসতে হবে।
এই সত্যিকারের মানব ধর্ম ! এখন কোন ধর্ম পালন করছাে ? প্রশ্নকর্তা: মানব ধর্ম পালন করছি। দাদাশ্রী : মানব ধর্ম কাকে বলে ? প্রশ্নকর্তা: ব্যাস্, শান্তি !
দাদাশ্রী : না, শান্তি তাে মানব ধর্ম পালন করলে তার ফলস্বরূপ। আসে। কিন্তু মানব ধর্ম অর্থাৎ তুমি কি পালন করছাে ?