________________
মানব ধর্ম
প্রশ্নকর্তা:পালন করার কিছু নেই। কোন সম্প্রদায় না রাখা, ব্যাস। জাতিভেদ না রাখা – এই মানব ধর্ম।
দাদাশ্রী : না, ওটা মানব ধর্ম নয়। প্রশ্নকর্তা : তাহলে মানব ধর্ম কি ?
দাদাশ্রী : মানব ধর্ম কি ? সে সম্পর্কে অল্প বিস্তর বলছি। পুরাে বলতে গেলে তাে অনেক বড় হবে কিন্তু সামান্য কিছু বলছি। সংক্ষেপে তাে কোন মানুষের আমার নিমিত্তে দুঃখ না হয়। অন্যান্য পশুর কথা তাে ছেড়েই দিলাম কিন্তু কেবলমাত্র মানুষকেই সামলে চলাে কি এর যেন আমার নিমিত্তে কোন দুঃখ না হয় – এটাই মানব ধর্ম।
নয়তাে বাস্তবিক মানবধর্ম কাকে বলে ? যদি তুমি মালিক হও আর চাকরকে খুব বকাবকি করছাে তাে সেই সময় তােমার মনে এরকম ভাবনা আসা উচিৎ যে আমি চাকর হলে কি হতাে?' এটুকু বিচার এলে তুমি রীতি মেনে বলবে, খুব বেশী বলবে না। যদি তুমি কারাের ক্ষতি করছাে, তাে সেই সময় তােমার এরকম বিচার আসা উচিৎ যে আমি এর ক্ষতি করছি, কেউ আমার ক্ষতি করে তাে তাহলে কিরকম হয় ?
মানব ধর্ম অর্থাৎ তােমার যা ভালাে লাগে তাই অন্যকে দেবে আর নিজের যা ভালাে লাগেনা তা অন্যকে দেবে না। তােমাকে যদি কেউ ঘুষি মারে তা ভাল লাগবেনা, তাই তুমিও অন্যকে মারবে না। কেউ তােমাকে গালাগালি করলে তােমার ভাল লাগে না, সেইজন্য তুমিও অন্যকে গালি দেবে না। মানব ধর্ম অর্থাৎ তােমার নিজের জন্য যা পছন্দ নয় তা তুমি অন্য কারাের সাথে করবে না। তােমার নিজের জন্য যা ভাল লাগে তা অন্যের জন্যে করা, এরই নাম মানব ধর্ম। এটা খেয়ালে থাকে, কি থাকে না ? কাউকে হয়রান করছাে ? না, তাহলে তাে ভালাে ! |
“আমার জন্য যেন কারাের অসুবিধা না হয়” – এইটুকু যদি থাকে তাে কাজ হয়েই গেল।
রাস্তায় যদি টাকা কুড়িয়ে পাও তাে ....