________________
সেবা – পরােপকার
বাবার সেবা করে তাদের কোনদিন পয়সার কষ্ট হয় না, এদের সমস্ত প্রয়ােজন পুরাে হয়ে যায়। আর গুরুর সেবা করলে মােক্ষে যাবে। কিন্তু আজকালকার লােকেরা মা-বাবার কিংবা গুরুর সেবা করে না তাে ? এইসব লােকেরা দুঃখীই হবে।
মহান উপকারী, মা-বাবা যে মানুষ মা-বাবার দোষ দ্যাখে তার কোনদিন সমৃদ্ধি আসবে না। পয়সা থাকতে পারে হয়তাে কিন্তু আধ্যাত্মিক উন্নতি কখনও হয় না। মাবাবার দোষ দেখতে হয় না। উপকার কিভাবে ভুলে যাবে ? কেউ চা খাওয়লে তার উপকার ভােলারনয়। তাে তুমি মা-বাবার উপকার কিভাবেই। বা ভুলবে ? বুঝতে পারলে ? হ্যা, ... খুব উপকার মানবে। খুব সেবা করবে। ফাদার-মাদার -এর খুব সেবা করা উচিৎ।
| এই জগতে তিনজন মহান উপকারী। এই উপকারকে ভুলবেই ; ফাদার-মাদার আর গুরুর! তােমাকে যারা রাস্তায় তুলেছেন তাঁরা – এই তিনজনের উপকার ভােলার নয়।
‘জ্ঞানী’র সেবার ফল আমার সেব্যপদ গুপ্ত রেখে সেবকভাবে আমাকে কাজ করতে হবে। জ্ঞানীপুরুষ’কে তাে সমস্ত ওয়ার্ল্ড-এর সেবক আর সেব্য বলে। সমস্ত জগতের সেবা ‘আমি’ করছি আর সমস্ত জগতের সেবাও ‘আমি’ নিচ্ছি। এ যদি তুমি বুঝতে পারাে তাে তােমার কার্যোদ্ধার হয়ে যাবে !
‘আমি’ এতদূর পর্যন্ত দায়িত্ব নিয়েছি যে কোনও মানুষ আমার সাথে দেখা করতে এলে তার যেন ‘দর্শন’ এর লাভ হয়। আমার কেউ সেবা করলে তার দায়িত্ব আমার উপরও এসে পড়ে আর আমার তাকে মােক্ষে নিয়ে যেতেই হয়।
-জয় সচ্চিদানন্দ