________________
সেবা – পরােপকার
৩৪
বৃদ্ধাবস্থায় ষাট-পঁয়ষট্টি বছরের মানুষ যদি ঘরে থাকে আর কেউ তাকে গুণতির মধ্যে না আনে তাে কি হয় ? মুখে কিছু বলে না কিন্তু অন্তরে খারাপ কর্ম বেঁধে নেয়। সেইজন্যে লােকেরা যে বৃদ্ধাশ্রমের ব্যবস্থা করেছে, সে ব্যবস্থা খারাপ নয়, হেল্পিং। কিন্তু একে বৃদ্ধাশ্রম নয়, খুব সম্মানসূচক এমন নাম দেওয়া উচিৎ যে সম্মানজনক মনে হয়।
| সেবা দ্বারা জীবনে সুখ-সম্পত্তি প্রথমে মা-বাবা, যাঁরা জন্ম দিয়েছেন তাঁদের সেবা। পরে গুরুর সেবা। গুরুর সেবা আর মা-বাবার সেবা তাে অবশ্য করা উচিৎ। তবে গুরু যদি ভাল না হয় তাে সেবা ছেড়ে দেওয়াই উচিৎ।
প্রশ্নকর্তা : এখন যে মা-বাবার সেবা করে না, তাে তার কি গতি হবে ?
দাদাশ্রী : মা-বাবার সেবা না করলে সে এ জন্মে সুখী হবে না। মাবাবার সেবা করার প্রত্যক্ষ প্রমাণ কি ? তাতে বলা হয় যে মা-বাবার সেবা করলে সমস্ত জীবনে দুঃখ আসেনা, বাধা-বিঘ্ন আসেনা।
আমাদের হিন্দুস্তানের বিজ্ঞান তাে খুব সুন্দর ছিল। সেইজন্যেই শাস্ত্রকাররা ব্যবস্থা করেছিলেন যে মা-বাবার সেবা করবে যাতে জীবনে তােমার অর্থকষ্ট না হয়। এখন এটা ন্যায়সঙ্গত অথবা ন্যায়সঙ্গত নয় তা আলাদা কথা কিন্তু মা-বাবার সেবা তাে অবশ্য করার যােগ্য। কারণ যদি তুমি সেবা না করাে তাে তুমি কার সেবা পাবে ? তােমার পরের প্রজন্ম কিভাবে শিখবে যে তুমি সেবা পাওয়ার যােগ্য ? ছেলেরা সব কিছু দ্যাখে।। এ দ্যাখে যে আমার ফাদার তাে কোনােদিনও তার বাবার সেবা করে নি! সেক্ষেত্রে সংস্কার-সিঞ্চন হয় না।
প্রশ্নকর্তা: আমি এটাই বলতে চাইছিলাম যে পিতার প্রতি পুত্রের কর্তব্য কি ?
দাদাশ্রী : ছেলেদের পিতার প্রতি কর্তব্য পালন করা উচিৎ। আর ছেলেরা যদি কর্তব্য পালন করে তাে কি লাভ পায় ? যে ছেলেরা মা