________________
সেবা – পরােপকার।
শুদ্ধাত্মার প্রতি প্রার্থনা (প্রতিদিন একবার বলতে হবে ) হে অন্তর্যামী পরমাত্মা! আপনি প্রত্যেক জীবের অন্তরে বিরাজমান, তেমনি আমার অন্তরেও বিরাজমান। আপনার স্বরূপ-ই আমার স্বরূপ। আমার স্বরূপ শুদ্ধাত্মা।
হে শুদ্ধাত্মা ভগবান! আমি আপনাকে অভেদভাবে অত্যন্ত ভক্তিপূর্বক নমস্কার করছি।
অজ্ঞানবশতঃ আমি যে যে ** দোষ করেছি, সেই সমস্ত দোষ আপনার সম্মুখে স্বীকার করছি। হৃদয়পূর্বক তার অনেক পশ্চাতাপ করছি। এবং আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি। হে প্রভু! আপনি আমাকে ক্ষমা করুন, ক্ষমা করুন, ক্ষমা করুন এবং পুনরায় এমন দোষ না করি, আপনি আমাকে এমন শক্তি দিন, শক্তি দিন, শক্তি দিন।
হে শুদ্ধাত্মা ভগবান ! আপনি এই কৃপা করুনযাতে আমার ভেদভাব দূর হয় এবং অভেদ স্বরূপ প্রাপ্তি হয়। আমি আপনার সাথে অভেদ স্বরূপে তন্ময়াকার হয়ে থাকি। ** যা যা দোষ হয়েছে, তা মনে মনে বলতে হবে।
প্রতিক্ৰমণ বিধি প্রত্যক্ষ দাদাভগবানকে সাক্ষী রেখে, দেহধারী(যার প্রতি দোষ হয়েছে। সেই ব্যক্তির নাম) -র মন-বচন-কায়ার যােগ, ভাবকর্ম-দ্রব্যকর্ম-নােকর্ম থেকে ভিন্ন এমন হে শুদ্ধাত্মা ভগবান আপনাকে সাক্ষী রেখে আজকের দিন পর্যন্ত আমার যা যা ** দোষ হয়েছে তার জন্য ক্ষমা প্রার্থনা করছি। হৃদয়পূর্বক অনেক পশ্চাতাপ করছি। আমাকে ক্ষমা করুন। আর পুনরায় এমন দোষ কখনও করবনা, এরকম দৃঢ় নিশ্চয় করছি। আমাকে এর জন্য শক্তি দিন, শক্তি দিন, শক্তি দিন।
** ক্রোধ-মান-মায়া-লােভ, বিষয়-বিকার, কষায় ইত্যাদি দ্বারা কাউকে দুঃখ দিয়ে থাকলে সেইসব দোষ মনে করতে হবে।