________________
সেবা – পরােপকার।
দাদাশ্রী: ‘স্ব’-এর সেবা যে করছে তাকে এই জগতের সব মানুষও যদি দুঃখ দেয় তাহলেও এ' কাউকে দুঃখ দেয় না। দুঃখ তাে দেয়-ই না এমনকি খারাপ ভাবও করে না যে তােমার খারাপ হােক ! তােমার ভাল হােক’ এরকম-ই বলে। হ্যা, তবুও যদি অন্য ব্যক্তি খারাপ বলে তাে আপত্তি নেই। অন্য ব্যক্তি যদি বলে, তুমি অপদার্থ, বদমায়েশ, তুমি দুঃখ দিচ্ছ,' তাে এতে আমার আপত্তি নেই। আমি কি করছি সেটাই দেখতে হবে। ব্যক্তি তাে রেডিয়াের মত বলতেই থাকবে; যেমন রেডিও বাজে তেমনি।
| প্রশ্নকর্তা : জীবনে সমস্ত লােক আমাকে দুঃখ দিলে সব দুঃখ আমাকে সহ্য করতে হবে এরকম তাে সম্ভব নয়। ঘরের মানুষ সামান্য অপমানজনক ব্যবহার করলে তাই সহ্য হয় না !
দাদাশ্রী: তাে কি করবে ? এতে না থাকলে কিসে থাকবে ? সেটা আমাকে বলাে। আমি যা বলছি সে লাইন যদি পছন্দ না হয় তাে সেই মানুষ। কিসে থাকবে ? সেফসাইড হয় এমন কোনাে জায়গা আছে কি ? কোথাও থাকে তাে আমাকে দেখাও।
প্রশ্নকর্তা : না, এরকম নয়। কিন্তু আমার ইগাে তাে আছে ?
দাদাশ্রী:জন্ম থেকেই ইগাে সবাইকে আটকায় কিন্তু তুমি আটকাবে । ইগাে তাে যেমন ইচ্ছা হয় তেমন নাচে। তােমার নাচার দরকার নেই। তুমি এর থেকে আলাদা।
এ ছাড়া আর সব ধার্মিক মনােরঞ্জন! অর্থাৎ ধর্ম দুই ধরণের হয়, তৃতীয় হয় না। আর সব তাে অর্নামেন্ট ! অর্নামেন্ট পাের্শন আর লােকে ‘বাহ বাহ করে!
যেখানে সেবা নেই, কোনও প্রকারের সেবা হয় না, জগৎ-সেবা নেই সে সমস্তই ধার্মিক মনােরঞ্জন আর সবই অর্নামেন্টাল পাের্শন!
বুদ্ধির ধর্ম তাে সেই অবধি স্বীকার্য যে পৰ্য্যন্ত সেবা করার বুদ্ধি,