________________
সেবা – পরােপকার
লােকেদের সুখ দেওয়ার বুদ্ধি আছে। এরকম বুদ্ধি হয় তাে ভালাে। বাকি অন্য সব বুদ্ধি অকাজের। অন্য সব বুদ্ধি উল্টে বন্ধনে বাঁধে। বেঁধে মার খাওয়ার আর যেখানে দ্যাখাে সেখানে শুধু লাভ-লােকসান দ্যাখে। বাসে উঠে আগে দেখে নেয় যে জায়গা কোথায় আছে। এই বুদ্ধি এখানেসেখানে ঘুরিয়ে মারে। অন্যের সেবা করার বুদ্ধি ভালাে। নয়তাে নিজের সেবা করার বুদ্ধির মত ভালাে আর কিছু নেই। যে নিজের সেবা করে সে সমস্ত জগতের সেবা করছে।
| জগতের কারাের দুঃখ না হয়। সেইজন্য আমি সকলকে বলি যে ভাই, সকালে বাইরে বেরােনাের সময় আর কিছু না পারাে তাে এটুকু তাে বলাে যে, ‘মন-বচন-কায়া দ্বারা এই জগতের কোনও জীবের যেন কিঞ্চিৎমাত্রও দুঃখ না হয়। এরকম পাঁচবার বলে বেরােও। বাকি সব দায়িত্ব আমার। হ্যা, অন্য কিছু না পারাে তাে আমি সামলে নেব। এতটুকু তাে বলাে ! পরে যদি কেউ দুঃখ পায় তাে তা আমি বুঝবাে। কিন্তু এটুকু তুমি বলাে। এতে আপত্তি আছে ?
প্রশ্নকর্তা: এতে কোনাে আপত্তি নেই।
দাদাশ্রী : তুমি বলবে কিন্তু। তাতে তুমি যদি বলাে যে, আমি যদি দুঃখ দিয়ে দিই তাে ?' এ তােমার দেখার প্রয়ােজন নেই। আমি পরে হাইকোর্টে সব সামলে নেব। এ তাে উকিলই দেখবে না কি ? আমি সব ঠিক করে দেব। সকালের প্রহরে তুমি আমার এই বাক্য পাঁচবার বলাে। এতে আপত্তির কিছু আছে ? খুব কঠিন কি ? খাঁটি হৃদয়ে দাদা ভগবানকে স্মরণ করে বলাে না, এতে আপত্তির কি আছে ?
প্রশ্নকর্তা : আমি এমনটাই করি।।
দাদাশ্রী : ব্যস, এটুকুই করাে। এই জগতে অন্য আর কিছু করার মতােইনয়।