________________
সেবা – পরােপকার
আমার ধর্ম এতটুকুই ; যার আমি ইগােইজকরছি যে এটা আমি করেছি। সেইজন্যে এখন তােমাকে আমি কে' এইটুকু জানতে হবে, এর জন্যে প্রচেষ্টা করতে হবে। তাহলে সমস্ত পা সম্ভ হয়ে যাবে। পরে আর পাজ খাড়া হবে না আর পাজ খাড়া না হলে স্বতন্ত্র হয়ে যাবে।
লক্ষ্মী, সে তাে বাই-প্রােডাকশনে!
প্রশ্নকর্তা : প্রত্যেক মানুষের কর্তব্য তাে এইরকমই হয় যে। মনুষ্যমাত্রেরই ভালাে করতে হবে তা সে উকিল-ই হােক আর ডাক্তার-ই। হােক।
| দাদাশ্রী : হ্যা, কিন্তু এ তাে ভালাে করবাে এরকম স্থির না করেই শুধু করে চলেছে ; কোনও ডিসিশন নেয় নি, কোনরকমের হেতু স্থির না। করেই গাড়ি এমনি এমনি চালিয়ে যাচ্ছে। কোথায় যেতে হবে তা জানা নেই আর কোথায় নামতে হবে তাও জানে না ; রাস্তায় কোথায় চাজলখাবার খাবে তাও জানে না, অর্থাৎ এতই বিক্ষিপ্ত অবস্থা যে শুধুমাত্র দৌড়াদৌড়ি-ই করছে। হেতু স্থির করার পরে সব কাজ করতে হয়।
তােমার তাে শুধু হেতুই বদলাতে হবে আর অন্য কিছু করার নেই। পাম্পের ইঞ্জিনের একটা পাটা এদিকে দাও তাে জল বেরােয় আর অন্যদিকে পাটা দাও তাে ধান থেকে চাল বেরােয়। অর্থাৎ পাটার ব্যবহারেই পার্থক্য থাকে। হেতু নিশ্চিত করতে হবে আর এই হেতু তােমাকে লক্ষ্যে রাখতে হবে। ব্যস, অন্য আর কিছু নয়। লক্ষ্মী লক্ষ্যতে থাকা উচিৎ নয়।
‘স্বয়ং’ এর সেবায় সমাবিষ্ট সমস্ত ধর্ম! ধর্ম দুই ধরণের, তৃতীয় কোনও ধর্ম হয়না। যে ধর্মে জগতের সেবা করা হয় তা এক ধরণের ধর্ম, আর যেখানে নিজের (স্বয়ং-এর আত্মার) সেবা তা দ্বিতীয় ধরণের ধর্ম। স্বয়ং-এর সেবা যারা করে তারা হােম ডিপার্টমেন্ট-এ (আত্মস্বরূপে) যায় আর এই জগতের সেবা করে যারা, তারা সাংসারিক লাভ আর ভৌতিক সুখ পায়। আর যাতে জগতের