________________
সেবা – পরােপকার
২৪
দাওয়ার ব্যবস্থা আছে, কত সুবিধা আছে, এখন রাস্তা কত সুন্দর, রাস্তা দিয়ে চললে পা ধুলাে ভর্তি হয়ে যায় না। অতএব মানুষের সেবা করাে। মানুষের মধ্যেই ভগবান আছেন। ভগবান অন্তরেই বিরাজমান। বাইরে ভগবানকে খুঁজতে গেলে তাঁকে পাওয়া যাবেনা।
তুমি মানুষের ডাক্তার সেইজন্যে তােমাকে মানুষের সেবা করার কথা বলছি। পশু চিকিৎসক হলে পশুদের সেবা করতে বলতাম। পশুদের অন্তরেও ভগবান আছেন কিন্তু মানুষের ভিতরে ভগবান বিশেষরূপে প্রকট হয়েছেন।
সেবা-পরােপকারের আগে মােক্ষমার্গ! প্রশ্নকর্তা: সমাজসেবার মার্গের থেকে মােক্ষমার্গ কিভাবে ভালাে তা একটু বুঝিয়ে বলুন।
দাদাশ্রী: সমাজসেবককে তুমি জিজ্ঞাসা করাে যে তুমি কে ? তাতে বলবে, আমি সমাজসেবক। কি বলবে ? এই তাে বলবে, কি অন্য কিছু বলবে ?
প্রশ্নকর্তা : এই বলবে!
| দাদাশী; অর্থাৎ আমি সমাজসেবক’ বলা ইগােইজম আর এই ভাইকে যদি বলি যে তুমি কে ?' তাতে বলবে ‘বাইরের পরিচয়ের জন্যে আমি চন্দুভাই, কিন্তু সঠিক বললে আমি তাে শুদ্ধাত্মা।' এটা বলায় ইগােইজ নেই। উইদাউট ইগােইজ।
সমাজসেবার ইগাে (অহং) ভালােকাজের জন্য, কিন্তু ইগাে-ই তাে।। খারাপ কাজের জন্যে ইগাে হলে তাকে রাক্ষসবলে। ভালাে কাজের জন্যে ইগাে হলে তাকে দেবতা বলে। ইগাে অর্থাৎ ইগাে। ইগাে অর্থাৎ ঘুরে মরা আর ইগাে যদি চলে যায় তাে এখানেই মােক্ষ হয়ে যাবে।
‘আমি কে’ এটা জানা-ই ধর্ম! প্রশ্নকর্তা : প্রত্যেক জীবের কি করা উচিৎ ? এদের ধর্ম কি ? দাদাশ্রী : যে যা করছে সেটাই তার ধর্ম। কিন্তু আমি বলছি যে।