________________
সেবা – পরােপকার
| প্রশ্নকর্তা : আমি তাে অনেক লােককে এরকম দেখেছি যারা আধ্যাত্মিক দিকে যায় না, কিন্তু ভৌতিক দিকে খুবই সমৃদ্ধ আর এতেই এরা সুখী।
| দাদাশ্রী : হা, কিন্তু এদের আধ্যাত্মিক দিকে যেতে দেখা না গেলেও এরা আধ্যাত্মিক কাজ করেছে বলেই তার ফলস্বরূপ পেয়েছে এটা।
প্রশ্নকর্তা: অর্থাৎ এই জন্মে আধ্যাত্মিক কাজকরে সেইজন্যে পরের জন্মে ভৌতিক সুখ পায় ?
দাদাশী: হ্যা, এর ফল তুমি পরের জন্মে পাবে। আজ এদের ফল দেখা যাচ্ছে, কিন্তু এখন এরা আধ্যত্মিকতাতে নাও থাকতে পারে।
কার্যের হেতু, সেবা না কি লক্ষ্মী ? প্রত্যেক কাজের একটা হেতু থাকে যে এই হেতুর জন্যে এই কাজ করা হচ্ছে। এতে উচ্চ হেতু যদি কেউ স্থির করে, অর্থাৎ যদি চিকিৎসালয় তৈরী করার হয় তাহলে পেশেন্ট কেমন করে আরােগ্য হবে, কি করে সুখী হবে, কি করে এই লােকেরা আনন্দে থাকবে, কি করে এদের জীবনীশক্তি বাড়বে এরকম সব উচ্চ হেতু যদি স্থির করা হয় আর সেবাভাব থেকে যদি এই কাজ করা হয় তাে তার বাই-প্রােডাকশন কি ? লক্ষ্মী ! অর্থাৎ লক্ষ্মী তােবাই-প্রােডাক্ট, একে প্রােডাকশন ধরে নিও না। সমস্ত জগৎ লক্ষ্মীকেই প্রােডাকশন করেছে, সেইজন্যে এরা বাই-প্রােডাকশনের লাভ পায় না।
| সেইজন্য শুধুমাত্র সেবাভাবকেই যদি তুমি হেতু করাে তাে বাই| প্রােডাকশনে পরে লক্ষ্মী অনেক আসবে। অর্থাৎ লক্ষ্মীকে বাই-প্রােডাক্টে রাখলে লক্ষ্মী বেশী করে আসে কিন্তু এরা তাে লক্ষ্মী প্রাপ্তির হেতুতে লক্ষ্মীর জন্যে করে তাই লক্ষ্মী আসে না। সেইজন্য তােমাকে হেতু বলছি যে নিরন্তর সেবাভাব' এই হেতু স্থির করাে, তাহলে বাই-প্রােডাক্ট আপনা থেকেই আসতে থাকবে। যেমন বাই-প্রােডাক্টের জন্যে কোনও পরিশ্রম করতে হয়না, খরচা করতে হয়না, এ ফ্রী অফ কস্ট আসে তেমনি লক্ষ্মীও কিন্তু ফ্রী অফ কস্ট পাওয়া যায়। তুমি এইরকম লক্ষ্মী চাও, না কি দুনীতির