________________
সেবা – পরোপকার
২০
সেবা–তে সমর্পণ ? !
প্রশ্নকর্তা : এই জগতের সেবা পরমাত্মাকে সেবা করছি এমন ভাব নিয়ে করলে তা কর্তব্যের মধ্যে পড়ে তো ?
দাদাশ্রী : হ্যাঁ, এর ফলে পুণ্য পাওয়া যায়, মোক্ষ পাওয়া যায় না। প্রশ্নকর্তা : এর শ্রেয় যদি সাক্ষাৎ পরমাত্মাকে সঁপে দিই তবুও মোক্ষ পাবো না ?
দাদাশ্রী : এমনভাবে ফল কাউকে দিয়ে দেওয়া যায় না।
প্রশ্নকর্তা : মানসিক সমর্পণ করি তো ?
দাদাশ্রী : সমর্পণ করলেও কেউ সে ফল নেয় না আর কেউ দেয়ও না। এ তো শুধু কথার কথা। খাঁটি ধর্ম তো ‘জ্ঞানী পুরুষ' যখন আত্মা প্রাপ্ত করিয়ে দেন তখন থেকে স্বয়ং চলতেই থাকে আর ব্যবহার ধর্ম তো আমাদের করতে হয়, শিখতে হয়।
ভৌতিক সমৃদ্ধি, বাই-প্রোডাকশনে !
প্রশ্নকর্তা : ভৌতিক সমৃদ্ধি পাওয়ার ইচ্ছা-প্রচেষ্টা, আধ্যাত্মিক বিকাশের জন্যে বাধাস্বরূপ কি ? যদি বাধাস্বরূপ হয় তোতা কিভাবে আর যদি বাধাস্বরূপ না হয় তো তা কিভাবে ?
দাদাশ্রী : ভৌতিক সমৃদ্ধি পাওয়ার জন্য তোমাকে এক দিকে যেতে হবে আর আধ্যাত্মিক সমৃদ্ধি পাওয়ার জন্য তো অন্যদিকে যেতে হবে। অর্থাৎ তোমার একদিকে যাওয়ার হলে তুমি যদি তার বদলে অন্য দিকে যাও তো বাধাস্বরূপ হয় কিনা ?
প্রশ্নকর্তা : হ্যাঁ, একে বাধাস্বরূপ বলে!
দাদাশ্রী : অর্থাৎ সম্পূর্ণরূপে বাধাস্বরূপই। আধ্যাত্মিক এই দিকে হলে ভৌতিক অন্যদিকে হবে।