________________
সেবা - পরােপকার
১১
প্রশ্নকর্তা: কোনও ভাল কাজ করলে অন্তরে অহংকার চলে আসে। যে আমি করেছি।
দাদাশী: এতাে আসেই। প্রশ্নকর্তা : তাে ভােলার জন্য কি করবাে ?
দাদাশ্রী: আমি সমাজসেবক, এই অহংকার আসা উচিৎ নয়। ভালাে কাজ করে যদি তার অহংকারহয় তাে পরে তােমার ইষ্টদেব বা যে ভগবানকে মানাে তাঁকে বলবে যে, হে ভগবান, আমি অহংকার করতে চাই না কিন্তু তবু হয়ে যাচ্ছে, আমাকে ক্ষমা করুন!' এটুকুই করাে। হবে এটুকু ?
প্রশ্নকর্তা: হবে। দাদাশ্রী : এটুকুই করাে না !
সমাজসেবার অর্থ কি ? এ অনেক কিছু ‘মাই'-কে ভেঙ্গে দেয়। ‘মাই’ (আমার) যদি সম্পূর্ণ চলে যায় তাে স্বয়ংই পরমাত্মা ! এ পরে তাে সুখ পাবেই!
সেবাতে অহংকার! প্রশ্নকর্তা: তাে এই জগতের জন্যে কি আমার কিছুই করার থাকবে ? | দাদাশ্রী : তােমার করার ছিলই না, এতাে অহংকার খাড়া হয়ে গেছে। একমাত্র মানুষই কর্তাপনার অহংকার করে।
| প্রশ্নকর্তা: এই বােন ডাক্তার। এক গরীব ‘পেশেন্ট’ এসেছে, তার প্রতি এর অনুকম্পা হয়, সেবা-শুশ্রুষা করে। আপনার কথা অনুসারে তাে এর আর অনুকম্পা করার কোনও প্রশ্নই থাকে না, থাকে কি ?
দাদাশ্রী : এই অনুকম্পাও কিন্তু কুতী (প্রাকৃতিক) হয়। কিন্তু পরে অহংকার করে, আমি কত অনুকম্পা দেখালাম!’ অহংকারনা করলে কোনও অসুবিধা নেই কিন্তু অহংকার না করে তাে থাকতে পারেনা !