________________
সেবা – পরােপকার
১১
করতে অসুবিধাটা কোথায় ? কেউ বলতে পারে যে তােমার উপর আমার বিশ্বাস নেই। তাকে বলবে যে ভাই, পায়ে ধরে ক্ষমা চাইছি। কিন্তু অন্য কারাের বিশ্বাস থাকলে তারটা নিয়ে যাবে।
শিশুকাল থেকেই আমার মধ্যে এই অবলাইজিং নেচারের গুণ ছিল, সেটাই বলছি ; আর পঁচিশবছর বয়স হতে হতে তাে আমার সমস্ত ফ্রেণ্ড-সার্কেল আমাকে সুপারহিউম্যান বলতাে। হিউম্যান তাকে বলে যে দেয় এবং নেয়, সমানভাবে ব্যবহার করে। কেউ সুখ দিলে তাকে সুখ দেয় আর কেউ দুঃখ দিলে তাকে দুঃখ দেয়না। এইরকম ব্যবহার করলে তাকে মানুষ বলে।
এতে ইগােইজুম নরম্যাল! প্রশ্নকর্তা: পরােপকারের সাথে ইগােইজম থাকে কি ?
দাদাশ্রী : পরােপকার যে করে তার ইগােইজম সবসময় নরম্যালই থাকে ; তার বাস্তবসম্মত ‘ইগােইজম’ হয়। আর যে কোর্টে দেড়শাে টাকা ফী নিয়ে অন্যের কাজ করে তার ইগােইজম’ খুব বৰ্দ্ধিত থাকে।
| এই জগতের প্রকৃতির নিয়ম এই যে তােমার নিজের ফল অন্যকে দিলে প্রকৃতি তােমারটা চালিয়ে নেবে। এ গৃঢ় সায়েন্স, এই পরােক্ষধর্ম। পরে প্রত্যক্ষধর্ম আসে, শেষে আত্মধর্ম আসে। মনুষ্যজীবনের হিসাব এটুকুই ; সার এটুকুই যে মন-বচন-কায়া অন্যের জন্যে ব্যবহার করাে।
নতুন ধ্যেয় আজকের, রি-অ্যাকশন পূর্বের! প্রশ্নকর্তা: তাে পরােপকারের জন্যেই বাঁচা উচিৎ ?
দাদাশ্রী: হ্যা, পরােপকারের জন্যেই বাঁচা উচিৎ। কিন্তু এখন তুমি এই লাইন যদি বদলাও তাে এতে পূর্বের রি-অ্যাকশন আসবে আর তুমি বিরক্ত হয়ে উঠবে যে এ তাে আমাকে অনেক সহ্য করতে হচ্ছে ! কিন্তু কিছুদিন সহ্য করতে হলেও তারপরে তােমার কোনাে দুঃখ হবেনা। কিন্তু