________________
সেবা – পরােপকার
কোনাে আপত্তি করেন নি। ভগবান বলেছেন যে সম্যক-বুদ্ধিও কিন্তু হতে পারে। সেই বুদ্ধি যদি বেশীহয় তাে এরকম মনে হয় যে কার-কার (সমস্যার) সমাধান করি, কাকে কাকে হেল্প করি, কার কার সার্ভিস নেই, তারা যাতে সার্ভিস পায় তা করি।
অবলাইজিং নেচার!
| প্রশ্নকর্তা : এখন আমার দৃষ্টিভঙ্গী থেকে বলছি যে একটা কুকুর যদি পায়রাকে মারতে যায়, আর আমি তাকে বাঁচাতে যাই তাে আমার দৃষ্টিতে আমি অবলাইজ করলাম ; তাে এতে আমি ব্যবস্থিতের রাস্তায় বাধা দিলাম যে ?
| দাদাশ্রী : এ অবলাইজ হবে কখন ? এর ব্যবস্থিতে থাকলে তবে তুমি কিছু করতে পারবে, নয়তাে কিছুই করতে পারবে না। তুমি অবলাইজিং নেচার রাখবে, এতে খুব পুণ্য হয় আর দুঃখ উৎপন্ন হওয়ার কোনাে রাস্তা থাকে না। পয়সা যদি না থাকে তাে ঘােরাঘুরি করে হােক বা বুদ্ধি (পরামর্শ) দিয়ে হােক, বােধ দিয়ে হােক, যেভাবে হােক অবলাইজ করবে।
পরােপকার, পরিণামে লাভ-ই আর এই জীবন যদি পরােপকারের জন্যে যায় তাে তােমার কোনাে | লােকসান হবে না। কোনাে প্রকারের বাধা-বিঘ্নও আসবে না। তােমার যা যা ইচ্ছে আছে সবই পূরণ হবে আর যদি লাফালাফি করাে তাে একটা ইচ্ছাও পুরাে হবে না। কারণ এই রীতি তাে তােমাকে ঘুমাতেই দেবেনা। এই শেঠদের তাে ঘুমই আসে না ; তিন-তিন, চার-চার দিন পর্যন্ত ঘুমাতেই পারে না। কারণ যাকে পেরেছে তাকেই লুটেছে এরা।
| সেইজন্যে অবলাইজিং নেচার করাে; যেমন ধরাে রাস্তায় যেতে যেতে পাড়া-পড়শীদের জিজ্ঞাসা করে যাও যে, ‘ভাই, আমি পােষ্ট-অফিসে যাচ্ছি, তােমাদের কোনাে চিঠি ডাকে দিতে হবে কি ? এরকম জিজ্ঞাসা