________________
সেবা – পরােপকার
ধর্ম অর্থাৎ কোনাে ভগবানের মূর্তির কাছে বসে থাকার নাম ধর্ম নয়। নিজের ধ্যেয়-তে পৌঁছানােই ধর্ম। সাথে সাথে একাগ্রতার জন্যে কোনরকম সাধনা করা – সে কথা আলাদা, কিন্তু এতে (পরােপকারে) একাগ্রতা করাে তাে এর থেকে সব কিছু একাগ্রই হয়। অবলাইজিং নেচার রাখাে, প্রতিজ্ঞা করাে যে এখন আমাকে অবলাইজ-ই করতে হবে তাে তােমার মধ্যে আমূল পরিবর্তন হবে। প্রতিজ্ঞা করাে যে আমি ওয়াইল্ডনেস (জংলীপনা)
করবােনা।
সামনের ব্যক্তি ওয়াইল্ড হলেও আমি হবােনা, তাে তাহলে এমনটা হতে পারে। হবে না কি ? প্রতিজ্ঞা করলে তখন থেকে একটু একটু পরিবর্তন হবে কি হবে না ?
প্রশ্নকর্তা : কিন্তু মুশকিল মনে হচ্ছে।
দাদাশ্রী : না, মুশকিল হলেও প্রতিজ্ঞা করবে। কারণ তুমি মানুষ আর ভারতের মানুষ। হেজি-পেজিকি ? ঋষি-মুনিদের পুত্র তুমি! অমিত শক্তি তােমার মধ্যে পড়ে আছে। এই শক্তি আবৃত হয়ে আছে তাে তা তােমার কি কাজে লাগবে ? তুমি যদি আমার এই কথা অনুযায়ী প্রতিজ্ঞা করাে যে আমাকে এটা করতেই হবে তাে তা অবশ্যই ফলিত হবে। নয়তাে এই ওয়াইল্ডনেস কতদিন পর্যন্ত চালাবে ? আর তুমি তাে সুখ পাও না, ওয়াইল্ডনেস-এ সুখ আছে কি ?
প্রশ্নকর্তা: না। দাদাশী:উল্টে দুঃখকেই নিমন্ত্রণ দিচ্ছে।
পরােপকার করলে পুণ্য সাথেই থাকে যতক্ষণ পর্যন্ত মােক্ষ না হয়, ততক্ষণ পর্যন্ত একমাত্র পুণ্যই বন্ধুর মত কাজ করে আর পাপশত্রুর মত কাজ করে। এখন তুমি বন্ধু রাখবে কি শত্রু রাখবে তা তােমার যা ভালাে লাগে সেই অনুসারে তােমাকে সিদ্ধান্ত নিতে হবে। বন্ধুর সংযােগ কেমন হয় তা জেনে নেবে আর শত্রুর সংযােগ