________________
সেবা – পরােপকার
অবলাইজিং নেচার হলে কেমন সরল স্বভাব হয় ! কাউকে পয়সা দেওয়াটাই অবলাইজিং নেচার নয়। পয়সা তােমার কাছে থাকতেও পারে আবার নাও থাকতে পারে। কিন্তু তােমার ইচ্ছা হয়, এরকম ভাবনা হয় যে একে কিভাবে হেল্প করবাে! তােমার ঘরে কেউ এসেছে তাে তাকে কিভাবে হেল্প করবে এরকম ভাবনা হওয়া উচিৎ। পয়সা দেবে কি দেবে না তা তােমার ক্ষমতা অনুসারে হবে।।
শুধু পয়সা দিয়েই যে ‘অবলাইজ করতে হবে এমন নয়, এ তাে দেওয়ার শক্তির উপর আধারিত। কেবল মনে ভাব রাখবে যে কেমন করে ‘অবলাইজ’ করবাে। এটা যাতে থাকে সেটুকুই দেখার।
| জীবনের ধ্যেয় যা দিয়ে নিজের ধ্যেয়-র দিকে কিছুটা এগােনাে যায়। ধ্যেয় ছাড়া জীবনের কোনাে অর্থই নেই। ডলার আসে আর খেয়ে-দেয়ে মজা করে আর সারাদিন চিন্তা-ওয়রিজ করতে থাকে। একে জীবনের ধ্যেয় কিভাবে বলা যায় ? মনুষ্যজীবন পেয়েছে, তা যদিব্যর্থচলে যায় তাে তার অর্থ কি ? সেইজন্য মনুষ্য জীবন পাওয়ার পরে নিজের ধ্যেয়-তে পৌঁছানাের জন্যে কি করা উচিৎ ? সংসারের সুখ, ভৌতিক সুখ চাইলে তােমার কাছে যা কিছু আছে তা লােকেদের বিলিয়ে দাও। লােকেদের যদি কোনরকম সুখদাও তােতুমি সুখের আশা রাখতে পারাে; নয়তাে তুমি সুখ পাবেনা, আর দুঃখ দিলে তুমিও দুঃখ পাবে।
| এই জগতের নিয়ম একটা বাক্যেই বুঝে নাও, এই জগতের সমস্ত ধর্মের, কি যে মানুষের যাদের সুখ চাই তারা অন্য জীবদের সুখ দাও আর দুঃখ চাইলে দুঃখ দাও। যা অনুকূল মনে হয় তাই দাও। এখন যদি কেউ বলে যে আমি লােকেদের কি করে সুখ দেবাে ? আমার কাছে তাে টাকাপয়সা নেই। এমন নয় যে শুধুমাত্র টাকাই দেওয়া যায়। ওর জন্যে অবলাইজিং নেচার রাখতে পারাে, ওর জন্যে ঘােরাঘুরি করতে পারাে, শলা-পরামর্শ দিতে পারাে, অনেক প্রকারে অবলাইজ করতে পারাে।