SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 91
Loading...
Download File
Download File
Page Text
________________ উত্তরাধ্যয়ন সূত্র এয়ং ( এই পূর্বোক্ত ) বালাণং তু (অজ্ঞানিগণেরই) অকামমরণং ( অকাম মরণ ) পবেইয়ং ( প্রতিপন্ন হইল ) এত্তো ( ইহার পরে ) পংডিয়াণং ( পণ্ডিতগণের ) সকামমরণং ( সকাম মরণ ) মে ( আমাকর্তৃক ) সুণেহ ( শ্রবণ কর ) ॥ ১৭॥ ইতিপূর্বে অজ্ঞানিগণের অকাম মরণের বিষয় প্রতিপন্ন হইল এখন পণ্ডিতগণের সকাম মরণের ( বিষয় ) বলিতেছি, শ্রবণ কর ॥১৭|| 48 মরণং পি সপুরাণং, জহা মে তমস্থয়ং 'বিপ্পসগ্নমণাঘায়ং, সংজয়াণং বুসীমওত ॥১৮॥ জহা ( যেরূপ ) মে ( আমার নিকট ) অণুস্থয়ং ( শ্রুত হইয়াছে ) তং ( সেই ) বিপসন্নং ( বিপ্ৰসন্ন=শান্তিময় ) অণাঘায়ং ( অনাঘাত = আঘাতশূন্য, যাহাতে অন্য প্রাণীর হিংসা হয় না ) মরণংপি ( মরণ=সকাম মরণ ) সপুরাণং ( পুণ্যবানগণের ) সংজয়াণং ( সংযমধারিগণের ) ( ও ) বুসীমও ( জিতেন্দ্রিয়গণেরই=ব্রহ্মচারিগণেরই ) ( হইয়া থাকে ) ১৮ শান্তিময় ও হিংসাদির অভাবে অন্য প্রাণীর অক্লেশজনক সকাম মরণ সম্বন্ধে আমার নিকট যাহা শ্রবণ করিয়াছ তাহা পুণ্যবান্ সংযমধারী ও জিতেন্দ্রিয় ব্যক্তিগণেরই হইয়া থাকে ॥১৮| ন ইমং সব্বেস্থ ভিক্‌স্থ, ন ইমং সব্বেস্থহগারিস্থ । ণাণাসীলা অগারখা, বিসমসীলা য়' ভিক্‌খুণো ॥ ১৯৷৷ ইমং ( এই সকাম মরণ ) সব্বেস্থ ( সমস্ত ) অগারিস্থ ( আগারিগণের = গৃহস্থগণের ) ন ( হয় না ) । ( কেননা ) অগারখা ( গৃহস্থগণ ) ণাণাসীলা ( নানাপ্রকার শীলসম্পন্ন=নানাপ্রকার ব্রতসম্পন্ন ) য় ( এবং ) ভিণো ( ভিক্ষুগণ ) বিসমশীলা ( বিষমশীলসম্পন্ন = বিসদৃশ, বিভিন্ন আচারসম্পন্ন ) ॥১৯৷৷ এই সকাম মরণ সকল ভিক্ষুগণের কিংবা সমস্ত গৃহস্থগণের হয় না কেননা গৃহস্থগণ নানাপ্রকার ব্রতসম্পন্ন ও সাধুগণের আচারসম্পন্ন । ১। “বিপ্রসন্নং বিশেষেণ কযায়াদিমলরাহিত্যেন প্রসন্নং নির্মলম্” টীকা ১ । ২। “অনাঘাতং ন বিদ্যতে আঘাতো যত্নবত্ত্বেনান্যজীবানাং সংযমজীবিতব্যস্ত চ নাশো যস্মিংস্তদনাঘাতম্” টীকা ১ । ৩। “আর্যত্বাদ্ বশ্যা ন্যায়ত্তান্যাত্মেন্দ্রিয়াণি যেষাং তে ব্যবন্তস্তেষাং এতাদৃশং চ মরণমৰ্থাৎ পণ্ডিতমরণমেব । ৪। ‘হি’ টীকা ২।
SR No.032052
Book TitleUttaradhyayan Sutra Part 01 Bengali
Original Sutra AuthorN/A
AuthorCalcutta Vishvavidyalay
PublisherCalcutta Vishvavidyalay
Publication Year1960
Total Pages482
LanguageBengali
ClassificationBook_Other & agam_uttaradhyayan
File Size27 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy