________________
অকামমরণীয়
অবতরণ করিয়া চক্রদণ্ড ভগ্ন হওয়ায় পশ্চাত্তাপ করে ( যে আমি জানিয়া ও বিষম মার্গে কেন আসিলাম ) ॥১৪৷৷
এবং ধম্মং বিউকৰ্ম্ম, অহম্মং পড়িবজ্জিয়া ।
বালে মচ্চ মুহং পত্তে, অক্খে ভগ্গে ব সোয়ঈ ॥১৫॥
১
१७
এবং ( এই প্রকারে ) ধম্মং ( ধর্ম = ধর্মপথ ) বিউকৰ্ম্ম ( উল্লঙ্ঘন করিয়া ) অহম্মং ( অধর্ম = অধর্মপথ ) পড়িবজ্জিয়া ( অঙ্গীকার করিয়া ) বালে (অজ্ঞান = অবিবেকী ) মচ্চুমুহং ( মৃত্যুমুখ ) পত্তে ( প্রাপ্ত ) ( হইয়া ) অক্খে ( অক্ষ ) ভগ্গে ( ভগ্ন ) ( শকটবাহকের ) ব ( ন্যায় ) সোয়ঈ ( অনুশোচনা করে ) ॥১৫॥
=
এইরূপে অবিবেকী ব্যক্তি ধর্মমার্গ উলঙ্ঘন করিয়াও অধর্মমার্গ অবলম্বন পূর্বক মৃত্যুমুখে পতিত হইয়| অক্ষভগ্ন শকটবাহকের ন্যায় অনুশোচনা করে ৷৷ ১৫ তও সে মরণংতংমি বালে সংতমঈ ভয়া । অকামমরণং মরঈ, ধুত্তে বা কলিণাত জিএ ॥১৬
তও ( তৎপরে ) সে বালে ( সেই অবিবেকী ব্যক্তি ) মরণংতংমি ( মরণ সমীপে ) ( উপস্থিত হইয়া ) ভয়া ( ভয়ে =নরকাদির ভয়ে ) সংতসঈ ( সন্ত্রস্ত হয় ) ( এবং ) অকামমরণং ( অকামমরণের দ্বারা ) মরঈ ( মরে = - প্রাণত্যাগ করে ) ( ও প্রাণত্যাগ করিবার সময় ) কলিণা ( একটী খেলাতে প্রথম পণেই ) জিএ ( জিত=পরাজিত ) ধুত্তে বা ( ধূর্তের ন্যায়=দ্যূতক্রীড়ারত ব্যক্তির ন্যায়, জুয়াড়ীর ন্যায় ) ( অনুশোচনা করে ) ॥১৬৷৷
তৎপরে সেই অবিবেকী ব্যক্তি মরণকাল উপস্থিত হইলে নরকাদির ভয়ে সন্ত্রস্ত হইয়া অকাম মরণের দ্বারা প্রাণত্যাগ করে এবং মৃত্যুর সময় দ্যূতক্রীড়াসক্ত ( জুয়াড়ী ) ব্যক্তি প্রথম পণেই পরাজিত হইয়া যেমন অনুশোচনা করে ( তদ্রূপ সেই অজ্ঞানী মনুষ্যজীবনে কামাসক্ত হইয়া স্বর্গসুখ হারাইয়াছি মনে করিয়া পরিতাপ করে ) ||১৬||
এয়ং অকামমরণং, বালাণং তু পবেইয়ং।
এত্তো সকামমরণং, পংডিয়াণং সুণেহ মে ॥ ১৭৷৷
১। “ব্যুৎক্রম্য বিশেষেগোল্লঙ্ঘ্য” টীকা ১, ২ ও ৩ । ২। “ধূর্তইব দ্যুতকার ইব” টীকা ২ ও ৩ । ৩। “একেন প্রক্ৰমাদ্দায়েন” টাকা ২ ও ৩ ।