________________
৪৯
চাতুরঙ্গীয় যােনিতে অত্যন্ত দুঃখ ও তীব্র বেদনা অনুভব করিয়া বারংবার নিপাতিত হইতেছে ॥৬।
কম্মাণং তু পহাণী, আণুপুব্বী কয়াই উ।।
জীব সােহিমণুপ্পা, আয়য়ংতি মণুসয়ং ৭|| জীবা ( প্রাণিগণ) আণুপুব্বী ( ক্রমে ) কয়াই উ ( কখনও) তু (কিন্তু) কস্মাণং ( কর্মের) পহাণীএ ( প্রকৃষ্টরূপে হানি হইলে=প্রকৃষ্টরূপে ক্ষয় হইলে ) সােহিং (শুদ্ধি=কুর কর্মক্ষয়ের দ্বারা কতকাংশে শুদ্ধি ) অনুপ্পা (প্রাপ্ত হইলে) ময়ং ( মনুষতা=মনুষ্যজন্ম ) আয়য়ংতি (প্রাপ্ত হয় ) ॥৭
ক্রমে কোনও সময়ে কূর কর্মের ক্ষয় হইয়া শুদ্ধিপ্রাপ্ত হইলে প্রাণিগণ মনুষ্য হইয়া জন্মগ্রহণ করে ॥৭
মাণুসসং বিগহং লং মঈ ধম্ম দুহা।
জং সুচ্চা পড়িবজ্জংতি, তবং খংতিমহিংসয়ং |৮|| মাণুসং ( মনুষ্যসম্বন্ধী) বিগগহং ( বিগ্রহ =দেহ) লঙ্কং (প্রাপ্ত হইয়া) লাভ করিয়া) ধম্মদ (ধর্মের) মঈ (শ্রুতি =শ্রবণ ) দুল্লহা (দুর্লভ ) জং (যে ধর্ম ) সুচ্চা (শ্রবণ করিয়া) তবং (তপস্যা) খংতিং (ক্ষান্তি = ক্ষমা) অহিংসয়ং ( অহিংস্রত=অহিংসা, অহিংসনশীলতা) পড়িবজ্জংতি (প্রাপ্ত হয় ) ॥৮।
মনুষ্যদেহ লাভ করিয়া ও যে ধর্ম শ্রবণ করিলে তপস্যা ক্ষমা ও অহিংসা প্রাপ্ত হওয়া যায় সেই ধর্মের শ্রবণ অর্থাৎ ধর্ম কি তাহা অবগত হওয়া অত্যন্ত দুর্লভ ॥৮||
আহচ্চ সবণং লং, সদ্ধা পরমদুল্লহা।
সােচ্চা নেয়াউয়ং মগগং, বহবে পরিভসঈ |||| আহচ্চ (কদাচিৎ ) সবণং (শ্রবণ = ধৰ্মশ্রবণ ) লদ্ধ ( লাভ করিয়া) (ও)।
১। “অহিংস্রতামহিংসশীলতামনেন শেষব্রতােপলক্ষিতং প্রথমব্রতমুক্তমেবং চ তপসঃ ক্ষান্ত্যাদিচতুষ্ক মহাতপঞ্চকভিধানাৎ দশবিধতিধর্মোহভিহিতঃ" টীকা ২।
২। “লদ্ধং টীকা ১।
৩। “ন্যায়েন চরতি প্রবর্ততে নৈয়ায়িক, ন্যায়েপপন্ন ইত্যর্থ, তৎমার্গং সমগদর্শনাঙ্গাত্মকং মুক্তিপথং টীকা ৩।