________________
উত্তরাধ্যয়ন সূত্র
( চণ্ডাল ) বোক্কসো (বোক্কস জাতি ) ( হয় ) তও ( সেই প্রাণী ) কীড়পয়ংগো য ( কীটপতঙ্গ ও ) তও ( আবার সেই প্রাণী ) কুংথু পিবীলিয়া ( ক্বমি বা পিপীলিকা ) ( হয় ) ||৪||
প্রাণী কখনও ক্ষত্রিয়, কখনও চণ্ডাল, বোক্কস প্রভৃতি নানাজাতিতে, কখনও কীটপতঙ্গ হইয়া আবার কখনও রুমি পিপীলিকা হইয়া জন্মগ্রহণ
করে ॥৪॥
৪৮
এবমাবট্টজোণীস্থ, পাণিণে৷ কৰ্ম্মকিব্বিসা ৷
ন ণিবিজ্জত্তি সংসারে, সব্বঠেস্থ ব খত্তিয়া ॥৫॥
এবং ( এরূপে ) কৰ্ম্মকিব্বিসা ( কর্মকিল্বিষাঃ=কর্মের দ্বারা মলিনতাপ্রাপ্ত ) অধম ) পাণিণো ( প্রাণিগণ ) সংসারে ( সংসারে ) আবট্টজোণীসু ( আবর্ত যোনিতে= পরিবর্তিত যোনিতে, চক্রাকারে নানাযোনিতেপরিভ্রমণ করিতে করিতে) ন নিবিজ্জন্তি ( উদ্বেগপ্রাপ্ত হয় না ) সব্বঠেসু (সর্বার্থ বিষয়ে= সমস্ত মনোজ্ঞশব্দাদিতে =ধনকনকভূমিবণিতাদিতে ) খত্তিয়া ব ( ক্ষত্রিয়ের ন্যায় ) রাজার ন্যায় ) ॥৫॥
ক্ষত্রিয়রাজাগণ যেমন সর্বার্থ বিষয়ে ধনকনকভূমিবনিতাদি কাম্য বস্তুতে কখনও পরিতৃপ্ত হয় না তদ্রূপ এই সংসারে কর্মের দ্বারা মলিনতাপ্রাপ্ত প্রাণিগণ নানাযোনিতে পরিভ্রমণ করিতে করিতেও উদ্বেগপ্রাপ্ত হয় না ॥৫॥
কর্মসংগেহিং সংমূঢ়া, দুখিয়া বহুবেয়ণা।
অমাণুসাস্থত জোণীসু, বিণিহম্মংতিও পাণিৰো ৷ ৷
পাণিণো ( প্রাণিগণ ) কম্মসংগেহিং ( কর্মসংযোগের দ্বারা ) সংমূঢ়া (সম্মোহিত ) দুখিয়া ( দুঃখিত ) বহুবেয়ণা ( বেদনাপ্রাপ্ত ) ( হইয়া ) অমাণুসা ( মনুষ্যেতর ) জোণীস্থ ( যোনিতে ) বিণিহম্মংতি ( নিপাতিত হয় ) ॥৬॥
প্রাণিগণ কর্মসংযোগের দ্বারা সম্মোহিত হইয়া মনুষ্যেতর নানাপ্রকার
১। “আবর্ত্তেন পুনঃ পুনঃ পরিভ্রমণেন পৃষ্টা যোনয়: আবৰ্ত্তযোনয়ন্তেষু” টীকা ১ ।
২। ‘নিবিজ্জন্তি’ টীকা ১ ও ৩। “নির্বিদ্যন্তে কদৈতদ্বিমুক্তিরিতিনোদ্বিজন্তে” টীকা ২ । ৩। ‘অমাণুসীসু’ টীকা ১ ।
৪। “বিশেষেণ বিহন্যন্তে বিশেষেণ নিপাত্যন্তে অর্থাদেকেন্দ্রিয়দ্বীন্দ্রিয়ত্রীপ্রিয়চতুরিন্দ্রিয়েষু বারম্বারং উৎপদান্ত ইত্যর্থঃ” টীকা ১।