________________
৩৭
পরীষহ অধ্যয়ন সংজএ (সংযত সাধু ) ভােয়ণে (ভােজন) পরিণিঠিএ (পরিনিষ্ঠিতে = সম্পূর্ণ প্রস্তুত হইলে) পরে (পরের নিকটে = গৃহস্থগৃহে ) ঘাসং (গ্রাস = আহারের গ্রাস ) এসিজ্জা (অন্বেষণ করিবে) পিংডে (পিণ্ড =আহার ) লদ্ধে (লব্ধ হইলে=প্রাপ্ত হইলে) বা অলদ্ধে ( অথবা অপ্রাপ্ত হইলে) ন অণুতপ্লিজ্জ ( অনুতাপ করিবে না) ॥৩০ | | সংযত সাধু গৃহস্থগৃহে ভােজন সম্পূর্ণরূপে প্রস্তুত হইবার পর গ্রাসাহারের অন্বেষণের জন্য যাইবে। আহার প্রাপ্ত হইলে বা না হইলে হর্ষিত বা দুঃখার্ত হইবে না ॥৩০ |
অজ্জেবাহং ন লন্ডামি, অবি লাভে সুএ সিয়া।
জো এবং পড়িসংচিখে, অলাভাে তং ন তজ্জ ॥৩১ অহং (আমি) অজ্জব (আজই ) ( আহার ) ন লব,ভামি (প্রাপ্ত হই নাই) অবি ( অপি= কিন্তু) সুএ (শ=প্রভাতে আগামী দিনে) লাভ সিয়া ( লাভ হইবে) জো (যে ) এবং (এরূপ) পড়িসংচিখে ( প্রতিসমীক্ষতে= পর্যালােচনা করে চিন্তা করে) তং (তাহাকে) অলাভাে ( অলাভ পরীষহ) ন তজ্জ (তর্জন করে না=অভিভূত করে না) ॥৩১|| | ( সাধু কোন দিন ভিক্ষায় আহার না পাইলে) আমি আজই আহারপ্রাপ্ত হই নাই, আগামীকাল প্রাপ্ত হইব যে এরূপ চিন্তা করে তাহাকে অলাভ পরীষহ অভিভূত করিতে পারে না ॥৩১। |
ইতি অলাভপরীষহ ণচ্চা উল্পইয়ং দুক্খং, বেয়এ দুহটুঠি।
অদীপােঠাবএ পং, পুঠো তথহহিয়াস ॥৩২ দুখং (দুঃখ =জরাদি রােগ) উপ্পইয়ং (উৎপতিত =উদ্ভূত ) ণচ্চা (জানিয়া) বেয়ণাএ (বেদনার দ্বারা) দুহঠি (দুঃখার্তিত =পীড়িত ) ( হইলেও ) অদীণে। (অদীন=অবিচলিত ) ( থাকিয়া) পশ্নং (প্রজ্ঞা=বুদ্ধি ) ঠাবএ ( স্থাপন করিবে=স্থির করিবে ) তন্থ (তাহার দ্বারা=বেদনার দ্বারা) পুঠো (খৃষ্ট=অভিভূত ) ( হইলেও তাহা) অহিয়াসএ (সহ্য করিবে ) ৩২।
১। পড়িসংবিকখে’ টীকা ২ ও ৩। ২। থাবএ’ টাকা ।