________________
৩৪
উত্তরাধ্যয়ন সূত্র পরাে (পর=অন্য লােকে) ভিকং ( ভিক্ষুকে) অক্কোসি... (আক্রোশ করিলে =তিরস্কার করিলে) তেসিং পই (তাহার প্রতি) ন সংজলে (ক্রোধ করিবে না=ক্রোধে জ্বলিয়া উঠিবে না) (ক্রোধ করিলে) বালাণং (অজ্ঞানের) সরিসাে ( সদৃশ ) হােই (হয়) তহা (তস্মাৎ=তজ্জন্য) ভিখু (ভিক্ষু ) ন সংজলে (ক্রোধ করিবে না) ॥২৪। | অন্য লােকে ভিক্ষুকে তিরস্কার করিলে ভিক্ষু তাহার প্রতি ক্রোধে জ্বলিয়া উঠিয়া উঠিবে না কেননা ক্ৰোধ করিলে অজ্ঞানের সদৃশ হইয়া যাইবে তজ্জন্য জ্ঞানী ভিক্ষু ক্ৰোধ করিবে না ॥২৪||
সােচ্চাণং ফরুসা ভাসা, দারুণা গামকংটয়া। তুসিণীও উবেহিজ্জা, ন তাও মণসী করে ॥২৫।
দারুণা (দারুণ =কঠোর) গামকংটয়া (গ্রামকণ্টক =ইন্দ্রিয়গ্রামের দুঃখােৎপাদক) ফরুসা (পরুষ=কঠোর) ভাষা (ভাষা) সােচ্চাণং (শ্রবণ করিয়া) তুসিণীও (তুষ্ণীভূত হইয়া) উবেহিজ্জা (উপেক্ষা করিবে) তাও (তাহাকে) মনসী (মনে) ন করে ( করিবে না) (অর্থাৎ মনে আনিবে
) |২৫|| | কঠোর, দুঃখােৎপাদক বা কর্কশ শব্দ শ্রবণ করিয়া তুষ্ণীভূত হইয়া ঐরূপ শব্দকে উপেক্ষা করিবে, এবং মনে কোন আক্রোশ করিবে না ॥২৫||
ইতি অক্রোশপরীষহ।
হও ন সংজলে ভিখু, মণং পি ন পওসত্ৰ।
তিতিকৃখং পরমং গচ্চা ভিখু ধম্মং বিচিংত ॥২৬ ভিখু (ভিক্ষু) হও ( হত = আঘাত প্রাপ্ত হইলে) ন সংজলে (ক্রোধে জ্বলিয়া উঠিবে না) মণংপি ( মনেও) ন পওসত্ৰ (দ্বেষ করিবে না) তিতিকৃথং (তিতিক্ষা=ক্ষমাকে) পরমং ( উৎকৃষ্ট) ণচ্চা (জানিয়া) ভিখুধম্মং (সাধুর ধর্ম ) বিচিংতএ ( চিন্তা করিবে ) ।২৬। | ভিক্ষু যষ্ট্যাদি দ্বারা আঘাতপ্রাপ্ত হইলেও ক্রোধান্বিত হইবে না। এবং
২। “উবেকখিচ্চা টীকা ৩। ৩। ধম্মংমি চিংতএ’ টীকা ৩।