________________
৩২
উত্তরাধ্যয়ন সুত্র
সুসাণে স্বপ্নগারে বা, রুকখমূলে ব এগও। অকুক্কুও' ণিসীইজ্জা,` ন য় বিত্তাসএ° পরং ॥২০॥
সুসানে (শ্মশানে ) সুন্নগারে ( শূন্যগৃহে ) বা ( অথবা ) রুক্খমূলে ( বৃক্ষমূলে ) ব ( ও ) এগও ( একাকী ) অকুক্কুও ( নিস্পন্দ = স্থির হইয়া ) নিসীইজ্জা ( বসিবে ) য় ( এবং ) পরং ( অন্য প্রাণীকে ) ন বিভাসএ (ত্রাসিত করিবে না : ভয় দেখাইবে না ) ॥২০॥
=
সাধু শ্মশানে শূন্যগৃহে বা বৃক্ষমূলে একাকী স্থির হইয়া বসিবে । এবং অন্য কোন প্রাণীকে ভয় দেখাইবে না ( বা নিজেও ভীত হইবে না ) ॥২০||
তখ সে চিঠমাণস উবসগ্গাভিধারএ । সংকাভীও ন গচ্ছিজ্জা উঠিত্তা অন্নমাসণম্ ॥২১॥
সে ( সেই সাধু) তখ (তত্র = শ্মশানাদিতে ) চিমানস ( উপবিষ্টাবস্থায় ) উবস ( উপদ্রব = আপদ ) অভিধারএ ( ধারণ করিবে = সহ্য করিবে ) সংকাভীও (শঙ্কাভীত=শঙ্কিত ) ( হইয়া ) উঠিত্তা (উঠিয়া ) অন্নমাসন ( অন্য আসনে = অন্যস্থানে ) ন গচ্ছিজ্জা ( যাইবে না ) ॥২১৷
শ্মশানদিতে উপবিষ্টাবস্থায় যদি উপসর্গাদি উপস্থিত হয় তবে সাধু তাহা সহ্য করিবে এবং ভীত হইয়া সেই স্থান হইতে উঠিয়া অন্য স্থানে যাইবে না ॥২১৷
(ইতি নৈষেধিকী পরীষহ )
উচ্চাবয়াহিং সিজ্জাহিং, তবসী ভিকথ্ থামবং নাইবেলং বিহগ্নিচ্ছা, পাবদিট্ঠী বিহগ্গই ॥২২॥
১। “অকুক্কুচ অশিষ্টচেষ্টারহিতঃ যদ্বা অকুৎকুচঃ কুন্থাদিবিরাধনাভয়াৎ কর্মবন্ধহেতুত্বেন কুৎসিতং হস্তপাদাদিভিরস্পন্দমানঃ” টীকা ৩ ।
২। 'ণিসীএজ্জা' টাকা ৩।
৩। তুলনা —“যস্মান্নোদ্বিজতে লোকো লোকোন্নো দ্বিজতে চ য়ঃ” গীতা ১২।১৫।
৪। ‘অচ্ছমানসস' টীকা ২। 'অখমানস' টীকা ১।
৫। ‘বিহন্নেজ্জা’ টীকা ১। “বিহন্যাৎ হনের্গত্যর্থত্বাৎ ন শীতা্যভিভূতঃ স্থানান্তরং গচ্ছে” টীকা ২ ; “সদ্গুণযুক্তাং শয্যাং লব্ধ । হর্ষভাগ্ ন ভবেৎ, গুণৈহীনাং শয্যাং লব্ধ । বিষাদভাগ স্যাৎ” টাকা ১।