SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 48
Loading...
Download File
Download File
Page Text
________________ পরীষহ অধ্যয়ন নিজের আত্মাকে কলুষিত হইতে দিবে না, কিন্তু আত্মচিন্তাপরায়ণ হইয়া সংযমপালন করিতে থাকিবে ॥১৭॥ ইতি স্ত্রীপরীষহ २ এগ' এর চরে লাঢ়ে, অভিভূয় পরীসহে । গামে বা নগরে বাবি, নিগমে বা রায়হাণিএ ॥১৮॥ লাঢ়ে (সাধু) পরীসহে ( পরীষহকে ) অভিভূয় ( অভিভূত করিয়া = জয় করিয়৷ ) গামে ( গ্রামে ) বা নগরে ( অথবা নগরে ) বাবি নিগমে ( অথবা নিগমে=যে স্থলে বণিকগণ বাস করে ) বা রায়হাণিএ ( কিংবা রাজধানীতে ) এগ এব ( একাকী = রাগদ্বেষ বিরহিত হইয়া ) চরে ( বিচরণ করিবে ) ||১৮|| সাধু চর্যা পরীযহকে জয় করিয়া গ্রামে, নগরে, নিগমে ( যেখানে বণিগণ বাস করেন ) বা রাজধানীতে রাগদ্বেষ বিরহিত হইয়া একাকী বিচরণ করিবে ॥১৮॥ ৩১ অসমাণোত চরে ভিকখ্, নেব কুজ্জা পরিগ্‌গাহং । অসংসত্তে৷ গিহখেহিং অণিকেও পরিব্বএ ॥১৯॥ 10 ভিকধূ ( ভিক্ষু=সাধু ) অসমাণে৷ ( অসমান = অসদৃশ, অন্য কেহ যাহার সদৃশ নহে ) চরে ( বিচরণ করিবে ) পরিগগহং ( পরিগ্রহ=সমত্ববুদ্ধি ) নেব কুজ্জা ( করিবে না)। গিহখেহিং (গৃহস্থের দ্বারা ) অসংসত্তো ( অসংসক্ত = 'অনাসক্ত = সম্বন্ধরহিত ) অণিকেও ( অনিকেত= অনাগার, গৃহশূন্য ) ( হইয়া ) পরিব্বএ ( পরিব্রজন করিবে ) ৷৷১৯৷ সাধু অন্য সকলের সহিত অসমান হইয়া বিচরণ করিবে, কোনও পরিগ্রহ রাখিবে না। গৃহস্থের সহিত সম্বন্ধরহিত ও গৃহত্যাগী হইয়া পরিব্রজন করিবে ॥১৯৷৷ ইতি চর্যাপরীযহে ১। “এগএব রাগদ্বেষবিরহিতঃ” টীকা ৩। ২। “লাঢ়য়তি প্রাসুকৈষণীয়াহারেণ সাধুগুণৈর্বাহত্মানং যাপয়তীতি লাঢ়ঃ, প্রশংসাভিধায়ি বা দেশীপদমেতৎ” টাকা ৩। “ন বিদ্যতে সমানোহস্থ্য গৃহিণ্যাশ্রয়মুচ্ছি তত্বেন অন্যতীর্থিকেষু বা অনিয়তবিহারাদীনা ইত্যসমানঃ অসদৃশঃ” টীকা ৩।
SR No.032052
Book TitleUttaradhyayan Sutra Part 01 Bengali
Original Sutra AuthorN/A
AuthorCalcutta Vishvavidyalay
PublisherCalcutta Vishvavidyalay
Publication Year1960
Total Pages482
LanguageBengali
ClassificationBook_Other & agam_uttaradhyayan
File Size27 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy