________________
উত্তরাধ্যয়ন সুত্র
( পশ্চাৎ করিয়া=দূর করিয়া ) বিরএ ( বিরত= হিংসাদি হইতে বিরত ) আয়রকৃখিএ ( আত্মরক্ষিত=দুর্ধানাদি হইতে যে আত্মাকে রক্ষা করিয়াছে = আত্মস্থ ), ধম্মারামে ( ধর্মে প্রীতিমান ) নিরারংভে ( আরম্ভরহিত ) উবসংতে ( উপশান্ত – ক্রোধাদি হইতে উপশান্ত ) ( হইয়া ) চরে ( বিচরণ করিবে [-সংযম পালন করিবে ) ॥১৫
৩.
অরতি বা অধৈর্যকে দূর করিয়া মুনি বিরত, আত্মস্থ, ধর্মানুরাগী, আরম্ভরহিত ও উপশান্ত হইয়া সংযম পালন করিতে থাকিবে ॥১৫॥ ইতি অরতিপরীষহ
সংগো' এস মণুসাণং, জাও লোগংমি ইখিও ৷ জস এআ পরিমায়া, সুকড়ং তস সামগ্নং ॥১৬॥
লোগংমি ( ইহলোকে ) ইখিও ( স্ত্রী ) মনুস্সাণং ( মনুষ্যের ) সংগো ( সঙ্গ = আসক্তি= বন্ধন ) জাও ( হইয়াছে ) । এআ (ইহা ) ( যাহার ) ( নিকট ) পরিন্নায়া ( পরিজ্ঞাত হইয়াছে ) তস (তাহার ) সামগ্নং ( শ্রামণ্য= শ্রমণ ধর্ম, সাধু ধর্ম ) সুকড়ং ( সুক্বত=সফল ) ॥১৬॥
এই সংসারে স্ত্রী মনুষ্যের বন্ধনের কারণ, যে সাধু ইহা সম্যক্ প্রকারে বুঝিতে পারিয়াছে তাহার শ্রমণাচার সফল হইয়াছে ॥১৬৷৷
এয়মাদায় মেহাবী, পংকভূয়া উ ইত্থিও।
ন তাহিং বিণিহগ্নিচ্ছা, চরেজ্জত্তগবেস এত ॥১৭ ॥
মেহাবী ( মেধাবী সাধু) ইথিও ( স্ত্রী ) পংকভূয়াউ ( পঞ্চভূত=মুক্তিপথে প্রবৃত্ত লোকের মলিনতাকারক ) এয়মদায় ( এইরূপ জানিয়া ) তাহিং ( তাহা দ্বারা=সেই স্ত্রীলোকের দ্বারা) ন বিণিহগ্নিজ্জা ( বিনষ্ট হইবে না = কলুষিত হইতে দিবে না ) ( কিন্তু ) অত্তগবেসএ ( আত্মগবেষক = আত্মচিন্তক ) ( হইয়া ) চরেজ্জ ( বিচরণ করিবে = ধর্মপালন করিবে ) ॥১৭৷
- আত্মাকে
মেধাবী সাধু স্ত্রীকে মুক্তিমার্গের বিঘ্নকারক মনে করিয়া তাহাদিগের দ্বারা
১। “সজন্তি আসক্তিমনুভবন্তি রাগাদিবশগা জন্তবোহত্র ইতি সঙ্গঃ” টীকা ৩। তুলনা—“সংগং তক্ত বা করোতি যঃ,” “সঙ্গং ত্যক্ত হত্মশুদ্ধয়ে । ” গীতা ৫।১০, ১১ ।
২। ‘বিহগ্গিজ্জা' টীকা ১ ৷
৩। ‘চরে অত্তগবেসএ' টাকা ৩ ।