________________
২৮
উত্তরাধ্যয়ন সূত্র মহামুণী (মহামুনি) দংসমসহিং (আঁশ ও মশার দ্বারা) পুঠো য় (সৃষ্ট হইলেও =উপদ্রুত হইলেও) সমরেব ( সমভাব ) অবলম্বন করিয়া থাকিবে)। সংগামসীসে (সংগ্রামশীর্ষে-সংগ্রামের পুরােভাগে) ণাগাে বা (নাগ= হস্তীর ন্যায় ) (অথবা) সূরাে (শূর=বীর) (এর ন্যায় ) (সাধু) পরং (শত্রুকে) অভিহণে ( জয় করিবে ) ॥১০। | উঁশ ও মশকাদির দ্বারা উপদ্রুত হইলেও মহামুনি সাম্যাবলম্বন করিয়া থাকিবে এবং হস্তী বা বীর যােদ্ধা যেমন সংগ্রামের পুরােভাগে থাকিয়া শরাদির দ্বারা অভিহত হইলেও শত্রুকে জয় করে তদ্রুপ সাধু মশকাদির দ্বারা উপদ্রুত হইলেও ক্রোধাদি অন্তঃশত্রু কে জয় করিবে ১০
ন সংতসে ন ন বারিজ্জা, মণং পি ন পওসএ।
উবেহে ন হণে পাণে, ভুংজংতে মংস সােণিয়ং ॥১১। (মশকাদি) মংস সােণিয়ং ( মাংস ও শশাণিত ) ভুংজংতে (আহার করিতে থাকিলে) (সাধু) ন সংতসে (ত্রাসপ্রাপ্ত হইবে না=উদ্বিগ্ন হইবে না) ন বারিজ্জা (নিবারণ করিবে না ) মণং পি ( মনকেও) ন পওসএ (প্ৰদূষিত = কলুষিত করিবে না) (কিন্তু) উবেহে ( উপেক্ষা করিবে =উদাসীনতা প্রকাশ করিবে ) (এবং) পাণে (প্রাণিগণকে) ন হনে (হনন=বধ করিবে না) ॥১১ | উঁশ, মশক, জলৌকাদি মাংস শােণিত ভক্ষণ করিতে থাকিলে সাধু উদ্বিগ্ন হইবে না, বা তাহাদিগকে নিবারণ করিবে না এবং ক্রোধাদি আনয়ন করিয়া মনকে দূষিত করিবে না কিন্তু এরূপ দংশনাদিতে উপেক্ষা প্রদর্শন করিবে ও ঐ সমস্ত প্রাণিগণকে বধ করিবে না ॥১১
ইতি দংশমশকপরীষহ
পরিজুন্নেহিং বখেহিং, হােথামিত্তি অচেলএ।
অদুবা সচেলএ হােথং, ইই ভিখু ন চিংতএ॥১২। ভিখু (ভিক্ষু ) বখেহিং (বস্ত্র) পরিজুন্নেহিং (পরিজীৰ্ণ = অত্যন্ত জীর্ণ হইলে) অচেলএ ( অচেলক= বস্তুরহিত) হােখামিত্তি (হইব এইরূপ) অদুবা (অথবা) সচেলএ ( সচেলক = বস্ত্রসহিত) হােথং ( হইব) ইই (এইরূপ ) ন চিংতয়ে ( চিন্তা করিবে না) ॥১২
বস্তু অত্যন্ত জীর্ণ হইলে আমি অচেলক (বস্তুরহিত) হইয়া যাইব অথবা