________________
পরীষহ অধ্যয়ন
উসিণ পরিয়াবেণং, পরিদাহেণ তঙ্ক্ষিত্র।
ঘিংসুবা পরিয়াবেণং, সায়ং নাে পরিদেব ॥৮|| (সাধু) উসিণ পরিয়াবেণং ( উষ্ণ পরিতাপের দ্বারা =ভূমি ও প্রস্তরাদি উত্তপ্ত হইলে তজ্জনিত কষ্টের দ্বারা) পরিদাহেণ ( অত্যন্ত গরমের দ্বারা) তজ্জি ( তর্জিত = পীড়িত ) ঘিংসু ( গ্রীষ্মকালে ) বা (অথবা শরৎকালে) পরিয়াবেণং (পরিতাপ =তীব্র রৌদ্রের দ্বারা) (পীড়িত হইয়া) সায়ং ( সুখের জন্য ) নাে পরিদেবএ (অনুতাপ করিবে না=বিলাপ করিবে না) ॥৮||
সাধু উত্তপ্ত ভূমি ও প্রস্তাদির উত্তাপে কিংবা অত্যন্ত গরমে ঘর্মাদি ও পিপাসাদি দ্বারা কাতর হইলে কিংবা গ্রীষ্ম ও শরৎকালের তীব্র রৌদ্রের দ্বারা তপ্ত হইলে শীতােপচারজনিত সুখের জন্য খেদোক্তি করিবে না ॥৮||
উণ হাহিতত্তো মেহাবী, সিণাণং নাে বি পখ।
গায়নে পরিসিংচিজ্জা, ন বীইজ্জা য় অপ্পয়ং ॥ মেহাবী (মেধাবী সাধু ) উহাহিতত্তো ( উষ্ণাভিতপ্ত =গরমে অত্যন্ত পীড়িত ) ( হইয়াও) সিহাণং (আন) নাে বি পথ (প্রার্থনা করিবে না=ইচ্ছা করিবে না) গায়ং (গাত্র=শরীর ) নো পরিসিংচিজ্জা (জলের দ্বারা ভিজাইবে
) য় (এবং) অল্পয়ং ( নিজকে ) ন বীইজ্জা ( বীজন করিবে না =বাতাস করিবে না ) ||| | মেধাবী সাধু অত্যন্ত গরমের দ্বারা তপ্ত হইলেও স্নানে ইচ্ছা করিবে না, জলের দ্বারা গাত্র সিঞ্চন করিবে না, বা শরীরে বাতাস ব্যজন করিবে না ।
| ইতি উষ্ণপরীষহ পুটুঠোয় দংসমসহিং , সমরেব মহামুণী। ণাগাে সংগামসীসে বা, সূরাে অভিহণে পরং ॥১ ||
১। “উসিণপরিবেণং টীকা ২। ২। “বহিঃ স্বেদমলাভ্যাং বহ্নিনা বান্তশ্চ তৃষ্ণাজনিতদায়স্বরূপেণ” টীকা ২।
৩। “সমরেবত্তি’ রেফ প্রাকৃতশৈল্যাহলাক্ষণিকত্বৎ সম এব স্পৃষ্টাস্পৃষ্টাবস্থয়াের তুল্য এব”। টীকা ২।
৪। “বাশব্দবােৰ্থস্যা” টীকা ২। ৫। অভিভবে’ টীকা ৩।