________________
৪২৯
কেশীগগৗতমীয় (অর্ণবে =সমুদ্রে ) ণাবা (নৌকা) বিপরিধাবঈ (ইতস্ততঃ গমন করিতেছে ) জংসি (যাহাতে) আরূঢ় (আরূঢ় ) ( হইয়া) গােয়ম (হে গৌতম ) ( আপনি) কহং (কি প্রকারে) পারং (পারে=পরপারে) গমিসি (গমন করিবেন) ৭৩ |
কেশীমুনি প্রশ্ন করিলেন, মহাজলপ্রবাহ সমন্বিত সমুদ্রে নৌকা ইতস্ততঃ ভাসিয়া বেড়াইতেছে, তাহাতে আরূঢ় থাকিয়া হে গৌতম, আপনি কি প্রকারে পরপারে গমন করিবেন ? |৭||
জা উ অবিণী শাবা, ন সা পারস গামিণী।
জা ণিরসবিণী শাবা, সা উ পারস গামিণী ॥৭১। (গৌতম উত্তর করিলেন) জা ( যে ) ণাবা (নৌকা) অবিণী ( অস্রাবিণী =যাহার মধ্যে জল প্রবেশ করে, ছিদ্রযুক্ত) সা (সেই=সেই নৌকা) ন পারস গামিণী (সমুদ্রের পারে গমন করে না) উ (কিন্তু) জা ণাবা (যে নৌকা) ণিরসসাবিণী (নিরস্রাবণী = যাহার মধ্যে জল প্রবেশ করে না, ছিদ্রহিত) সা (সেই নৌকা) পারগামিণী (পরপারে গমন করিতে সমর্থ) ৭১ । | গৌতম উত্তর করিলেন, যে নৌকায় জল প্রবেশ করে অর্থাৎ যাহা সচ্ছিদ্র, তাহা সমুদ্রের পরপারে গমন করিতে সমর্থ হয় না। কিন্তু যে নৌকায় জল প্রবেশ করে না অর্থাৎ ছিদ্রাহিত তাহা পরপারে গমন করিতে সমর্থ হয় ॥৭১।
বাবা য় ইই কা বুত্তা, কেসীগােয়মমবী।
কেসিমেবং বুবংতং তু, গােয়মমা ইণমব্ববী ৭২ | ( শব্দার্থ পূর্ববৎ )
কেশীমুনি গৌতমকে প্রশ্ন করিলেন, “এই নৌকা কাহাকে বলে ? কেশী এইরূপ বলিলে গৌতম উত্তর করিলেন ॥৭২।
সরীরমাহু ণাব ত্তি, জীবাে বুই পাবিও। সংসারে অগ্নবাে বুত্তো, জং তরংতি মহেসিগাে॥৭৩
১। “আসসাবিণী’ টীকা ১। ২। “নিসবিণী’ টীকা ১। ৩। কেবুত্তে’ টীকা ২।