________________
৪৩০
উত্তরাধ্যয়ন সূত্র
(গৌতম বলিলেন) সরীরং (শরীরকে) ণাব (নৌকা) আহু (বলা হইয়াছে) জীববা (জীব=আত্মা) শাবিও (নাবিক) (বলিয়া) বুচ্চই ( কথিত হয়) সংসাররা (সংসার= চতুর্গতিরূপ সংসার) অগ্নবাে ( অর্ণব= সমুদ্র ) (বলিয়া) বুত্তো ( উক্ত =কথিত) জং ( যাহাকে = যে ভবার্ণবকে মহেসিণে (মহর্ষিগণ ) তরংতি (উত্তীর্ণ হন ) ॥৭৩।
| হে কেশীমুনি, শরীরকে নৌকা বলা হইয়াছে, আত্মা নাবিক বলিয়া কথিত ও চতুর্গতিরূপ সংসারই সমুদ্র বলিয়া উক্ত হইয়াছে। মহর্ষিগণ ইহার পরপারে গমন করেন ॥৭৩
সাহু গােয়ম পদ্মা তে, ছিগো মে সংসও ইমাে।। অন্নো বি সংসও মজ্বাং, তং মে কহসু গােয়মা ॥৭৪
( শব্দার্থ পূর্ববৎ )
কেশীমুনি বলিলেন, হে গৌতম, আপনার বুদ্ধি উত্তম। আমার এই সংশয় ছিন্ন হইল। আমার অন্য সংশয়ও আছে, হে গৌতম, তাহার উত্তর বলুন ॥৭৪||
অংধয়ারে তমে ঘােরে, চিংতি পাণিগণ বহু।
কো করিসই উজ্জায়ং, সব্বললাগংমি পাণিণং ॥৭৫|| অংধয়ারে ( অন্ধকার=যাহাতে লােককে অন্ধ করে, গাঢ় ) ঘােরে (ঘাের= ভয়ানক) তমে (তমতে= অন্ধকারে ) বহু পাণিপণ (বহু প্রাণিগণ ) চিংতি (অবস্থান করে) সব্বলােগমি ( সমস্ত লােকে) পাণিণং ( প্রাণিগণকে) কো (কে) উজ্জোয় (উদ্যোত=উজ্জ্বল ) করিসই ( করিবে ) ॥৭৫|| | কেশীমুনি প্রশ্ন করিলেন, গাঢ় ও ভয়ানক অন্ধকারে বহু প্রাণিগণ অবস্থান করিতেছে। সমস্ত সংসারে প্রাণিগণকে কে আলােক প্রদান করিবে? ॥৭৫||
উগও বিমলল ভাণ, সব্বলােগপ্পভংকরাে। সাে করিসই উজ্জোয়ং, সব্বলােগমি পাণিণং ॥৭৬||
| ১। “অন্ধকারতম শব্দয়োৰ্থঃযদ্যপপ্যক এবাৰ্থস্তথাপ্যত্ৰান্ধকারশব্দস্তমসো বিশেষণত্বেন প্রতিপাদিতঃ অন্ধং করােতি লােকমত্যন্ধকারং তস্মিন্নন্ধকারে” টীকা ১।