SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 445
Loading...
Download File
Download File
Page Text
________________ উত্তরাধ্যয়ন সূত্র মহালও ( মহালয় = অত্যন্ত বিস্তীর্ণ ) মহাদীবে৷ ( মহাদ্বীপ ) অখি ( আছে ) তখ ( সেখানে ) মহাউদগবেগ ( মহাজল প্রবাহের ) গঈ ( গতি ) ন বিজ্জঈ ( থাকে না ) ॥৬৬৷৷ গৌতম উত্তর করিলেন, সমুদ্রমধ্যে একটি সুবিস্তীর্ণ মহাদ্বীপ আছে, যেখানে মহাজল প্রবাহের গতি হয় না ॥৬৬৷৷ ৪২৮ দীবে য় ইই কে বুত্তে, কেসী গোয়মমব্ববী। কেসিমেবং ৰুবংতং তু, গোয়মো ইণমব্ববী ॥৬৭৷ ( শব্দার্থ পূর্ববৎ ) কেশী গৌতমকে প্রশ্ন করিলেন, ‘এই দ্বীপ কাহাকে বলে ?” কেশী এইরূপ বলিলে গৌতম উত্তর করিলেন ॥৬৭॥ জরামরণবেগেণং, বুমাণাণ পাণিণং ৷ ধম্মো দীবো পইঠায়, গঈ সরণমুত্তমং ॥৬৮॥ (গৌতম উত্তর করিলেন ) জরামরণবেগেণং ( জরামরণরূপ জলস্রোতে ) বুগ্মমাণাণ ( নীয়মান ) পাণিণং ( প্রাণিগণের ) উত্তমং ( উত্তম = শ্রেষ্ঠ ) সরণং ( রক্ষণ সমর্থ ) গঈ ( আশ্রয় ) য় ( ও ) পইঠা ( প্রতিষ্ঠা= আধার ) ধম্মো দীবো ( ধর্মরূপ দ্বীপ ) ( আছে ) ॥৬৮৷ জরা ও মরণরূপ জলস্রোতের বেগে প্লবমান প্রাণিগণের ধর্মরূপ দ্বীপই সর্বোত্তম রক্ষাকর্তা, আশ্রয় ও আধার ॥ ৬৮|| সাহু গোয়ম পদ্মা তে, ছিন্নো মে সংসও ইমো ৷ অগ্নো বি সংসও শঙ্খং, তং মে কহস্থ গোয়মা ॥৬৯৷ ( শব্দার্থ পূর্ববৎ ) কেশীমুনি বলিলেন, হে গৌতম, আপনার প্রজ্ঞা উত্তম। আমার এই সংশয় দূরীভূত হইল। আমার অন্য সংশয়ও আছে, হে গৌতম তাহার উত্তর প্রদান করুন ॥৬৯৷ অগ্নবংসি মহোহংসি, ণাবা বিপরিধাবঈ । জংসি গোয়মমারূঢ়ো, কহং পারং গমিস্সসি ॥৭॥ ( কেশীমুনি প্রশ্ন করিলেন ) মহোহংসি ( মহৌঘ = মহাজলপ্রবাহযুক্ত ) অগ্নবংসি
SR No.032052
Book TitleUttaradhyayan Sutra Part 01 Bengali
Original Sutra AuthorN/A
AuthorCalcutta Vishvavidyalay
PublisherCalcutta Vishvavidyalay
Publication Year1960
Total Pages482
LanguageBengali
ClassificationBook_Other & agam_uttaradhyayan
File Size27 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy