________________
কেশীগৌতমীয়
8२१ কুপ্লবয়ণপাসংডী (কুপ্রবচনপাষণ্ডী =অন্যদর্শনী বিধর্মিগণ) সব্বে ( সকলে ) উন্মগ্নপটুঠিয়া (উন্মার্গপ্রবৃত্ত ) তু (কিন্তু) জিণখায়ং (জিনাখ্যাত = তীর্থঙ্কর উপদিষ্ট) (মার্গ ) সম্মগগং (সন্মার্গ) হি (নিশ্চয়ই ) এস মগে ( এই মার্গ= জিনাখ্যাত মার্গ) উত্তমে ( উত্তম ) ॥৬৩ | অন্যদর্শনী বিধর্মিগণ সকলে উন্মার্গে প্রবৃত্ত এবং তাহাই কুমাৰ্গ বলিয়া কথিত। কিন্তু জিনােপদিষ্ট মার্গ ই সন্মার্গ এবং এই মাৰ্গই উত্তম ॥৬৩
সাহু গােয়য় পদ্মা তে, ছিগো মে সংসও ইমাে।
অন্নো বি সংসও মঙ্খং, তং মে কহ গােয়মা ॥৬৪|| ( শব্দার্থ পূর্ববৎ ) | হে গৌতম, আপনার প্রজ্ঞা উত্তম। আমার এই সংশয় ছিন্ন হইল। আমার আরও সংশয় আছে, হে গৌতম তাহার উত্তর আমাকে বলুন ॥৬৪
মহাউদগবেগেণং, বুজ্জামাণাণ পাণিণং।
সরণং গঈ পইঠা য়, দীবং কং মসী মুণী ॥৬৫|| (কেশীমুনি প্রশ্ন করিলেন) মুণী (হে গৌতম মুনি) মহাউদগবেগেণং ( মহাউদক বেগের দ্বারা =মহাজল প্রবাহের দ্বারা) বুঙ্খমাণাণ ( উহমান =নীয়মান, প্লবমান ) পাণিণং (প্রাণিগণের ) সরণং ( শরণ=রক্ষণ সমর্থ) গঈ (গতি = আশ্রয় ) য় (ও) পইঠা ( প্রতিষ্ঠা =অবস্থানভূমি) দীবং (দ্বীপ) কং মগ্নসী ( কাহাকে মনে করেন) ॥৬৫||
| কেশীমুনি প্রশ্ন করিলেন, হে গৌতম মুনি, মহাজলপ্রবাহের দ্বারা প্লবমান প্রাণিগণের রক্ষণ সমর্থ আশ্রয় ও অবস্থান ভুমি রূপ দ্বীপ কাহাকে মনে করেন ? ৬৫||
অখি এগাে মহাদীবাে, বারিমদ্ধে মহালও।
মহাউদগবেগ, গঈ তখন বিজ্জঈ ॥৬৬ (গৌতম উত্তর করিলেন) বারিমষ্মে (জলমধ্যে =সমুদ্রমধ্যে ) এগাে (এক)
১। “বুড়মাণাণ’ টীকা ১। “বুড্যমাণে নিমজ্জমান”। ২। “প্রতিষ্ঠাং স্থিরাবস্থানহেতু” টীকা ১ ও ২। ৩। “মহানুচ্চৈনে বিস্তীর্ণতয়া বাহলয় স্থানং যস্য স মহালয়” টীকা ১।