________________
৪১০
উত্তরাধ্যয়ন সূত্র করিয়) সীসসংঘসমাউলে ( শিষ্যবৃন্দ পরিবৃত হইয়া) তিংদুয়ং বণমাগও ( তিন্দুক বনে আগমন করিলেন ) ॥১৫||
যথােচিত বিনয়ের জ্ঞানসম্পন্ন গৌতম পার্শ্বনাথের শ্ৰমণবংশকে জ্যেষ্ঠ বিবেচনা করিয়া শিষ্যবৃন্দের সহিত তিন্দুক বনে আগমন করিলেন ॥১৫।
কেসীকুমারসমণে, গােয়মং দিমাগয়ং।
পড়িরূবং পড়িবত্তিং, সম্মং সংপড়িবজ্জঈ ॥১৬ কেসীকুমারসমণে (কেশীকুমার শ্রমণ ) গােয়মং (গৌতমকে) দিসসমাগয়ং (আগত দেখিয়া ) সম্মং (সম্যক) পড়িরূবং (প্রতিরূপ=উচিত, যথােচিত) পড়িবত্তিং (প্রতিপত্তি সম্মান, সেবা) সংপড়িজ্জঈ (প্রতিপাদন করিলেন= প্রদর্শন করিলেন) ১৬ | গৌতমকে আগত দেখিয়া কেশীকুমারশ্রমণ তাহাকে সম্যক প্রকারে যথােচিত সম্মান প্রদর্শন করিলেন ॥১৬
পলালং ফায়ং তখ, পংচমং কুসতণাণি য়।
গােয়ম ণিসিজ্জা, খিপ্পং সংপণাম ॥১৭ (কেশীকুমার শ্রমণ ) গােয়মসস (গৌতমের) ণিসিজ্জা (উপবেশন করিবার জন্য ) তন্থ (সেখানে) ফায়ং ( প্রাসুক =জীবরহিত) পলালং (পলাল = শালি, ব্রীহি, কোব ও রালক এই চারি প্রকার ধান্যের শুষ্কতৃণ ) য় (ও) পংচমং (পঞ্চম) কুসতণাণি (কুশতৃণ =কুশঘাস) খিল্পং ( শীঘ্র =সসম্ভ্রমে ) সংপণামএ (সমৰ্পণ করিলেন ) ॥১৭।
কেশীকুমার শ্রমণ গৌতমগণধরের উপবেশন করিবার জন্য সে স্থলে জীবরহিত চারিপ্রকার ধান্যের শুষ্ক তৃণ ও পঞ্চম কুশতৃণ সমস্রমে সমর্পণ করিলেন ॥১৭
কেসীকুমারসমণাে, গােয়মে য় মহাজসে। • উভয় ণিসন্না সােহংতি, চংদসুরসমগ্নহা ॥১৮||
কেসীকুমারসমণে। (কেশীকুমার শ্রমণ ) (ও) মহাজসে (মহাযশস্বী) গােয়মে (গৌতম) উভও (উভয়ে) ণিসন্না (উপবিষ্ট ) ( হইয়া) চংদসুর সমগ্নহা
১। “চ পড়িবজ্জঈ’ টীকা ১।