SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 428
Loading...
Download File
Download File
Page Text
________________ ৪১১ কেশীগৌতমীয় ( চন্দ্রসূর্যসমপ্রভ= চন্দ্র ও সূর্যের ন্যায় কান্তিবিশিষ্ট ) ( হইয়া) সােহংতি (শােভা পাইতে লাগিলেন) |১৮|| কেশীকুমার শ্রমণ ও মহাযশস্বী গৌতম উভয়ে উপবিষ্ট হইয়া চন্দ্র ও সূর্যের ন্যায় কান্তিবিশিষ্ট হইয়া শােভা পাইতে লাগিলেন ॥১৮|| সমাগয়া বহু তখ, পাসংডা কোউগাসিয়া। গিহখাণ অণেগাও, সাহসীও সমাগয়া ॥১৯|| তখ (তথায় ) কোউগাসিয়া (কৌতুকাশিত=কুতূহলের বশবর্তী) ( হইয়া ) (বহু) পাসংডা ( পাখণ্ড = অন্য ধর্মাবলম্বী) সমাগয়া (সমাগত হইল ) (এবং) অণেও সাহসীও ( অনেক সহস্ৰ) গিহখাণ (গৃহস্থগণ) সমাগয়া ( সমাগত হইল ) |১৯|| সে স্থলে কুতূহলের বশবর্তী হইয়া বহু ধর্মাবলম্বী পরিব্রাজকাদি সমাগত হইল এবং অনেক সহস্র গৃহগণও উপস্থিত হইল ॥১॥ দেবদাণবগংধব্বা, জখরখসকিঃরা অদিসাণং য় ভূয়াণং, আসি তখ সমাগমম |২০|| তখ (তথায়) দেবদাণবগংধব্বা (দেবদানবগন্ধর্ব ) (ও) জখরখসকির। (যক্ষরাক্ষসকিন্নর) (সমাগত হইল) য় (ও) অদিসসাণং ( অদৃশ্য ) ভূয়াণং (ভূতগণের ) সমাগমাে (সমাগম) আসি ( হইয়াছিল ) ॥২ || | সেখানে দেব, দানব, গন্ধর্ব, যক্ষ, রাক্ষস ও কিন্নরগণ সমাগত হইয়াছিল ও অদৃশ্য ভূত নামক দেব বিশেষের সমাগম হইয়াছিল ॥২০ || পুচ্ছামি তে মহাভাগ, কেসী গােয়মমব্ববী। তও কেসিং বুবংতং তু, গােয়মম ইণমব্ববী ॥২১|| কেসী (কেশীকুমার) গােয়মং (গৌতমকে) অব্ববী (বলিলেন) মহাভাগ (হে মহাভাগ) তে ( আপনাকে ) পুচ্ছামি ( জিজ্ঞাসা করি ) তও ( তৎপরে ) ১। “পাখণ্ডা অন্যদর্শনিন: পরিব্রাজকাদয়” টীকা ১। ২। কেউগা মিয়া’ টীকা ১ ও ২। “কৌতুকান্মগা আশ্চৰ্যান্মগা ইবাহজ্ঞানিনঃ” | টীকা ১। ৩। “ভূতানাং কিলকিলব্যস্তরবিশেষাণাম” টীকা ১।
SR No.032052
Book TitleUttaradhyayan Sutra Part 01 Bengali
Original Sutra AuthorN/A
AuthorCalcutta Vishvavidyalay
PublisherCalcutta Vishvavidyalay
Publication Year1960
Total Pages482
LanguageBengali
ClassificationBook_Other & agam_uttaradhyayan
File Size27 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy