________________
রথনেমীয়
৩৯৭ | হে রথনেমি, তুমি যদি রূপে বৈশ্রবণ, লালিত্যে নলকুবের হও, যদি তুমি সাক্ষাৎ পুরন্দরও হও তথাপি আমি তােমাকে কামনা করি না ॥৪১।
| ধিরতে জসােকামী, জো তং জীবিয়কারণা।
বংতং ইচ্ছসি আবাউং, সেয়ং তে মরণং ভবে ॥৪২। অজসােকামী (হে অপশকামিন্) তে ধিরখ, (তােমাকে ধিক্ ) জো (যেহেতু) তং (তুমি) জীবিয়কারণা ( জীবনের কারণে জীবনের জন্য, অসংযত হইয়া জীবন ধারণ করিবার জন্য ) বংতং (বান্ত =উদ্গীর্ণ ) (দ্রব্য) আবাউং (আপাতুং= পান করিবার জন্য ) ইচ্ছসি (ইচ্ছা করিতেছ) তে (তােমার ) মরণং ( মরণ) সেয়ং (শ্রেয়) ভবে ( হইবে ) ॥৪২। | হে অপযশকামি, তােমাকে ধিক্। তুমি যে অসংযত জীবন ধারণ করিবার জন্য উদগীর্ণ দ্রব্য পান করিতে ইচ্ছা করিতেছ তদপেক্ষা তােমার মরণই শ্রেয় ॥৪২
অহং চ ভােগরায়, তং চ সি অংধগবহ্নিণে।
মা কুলে গংধণা হােমাে, সংজমং ণিহুও চর ॥৪৩ (হে রথনেমি) অহং (আমি) ভােগরায় (ভােগরাজের) (কুলে জাত ) তং চ (তুমিও) অংধগবহ্নিণে (অন্ধকবৃষ্ণির ) সি (হও= কুলে জাত হও) কুলে (বংশে = উভয় বংশে) গংধণা (গন্ধন জাতীয় সর্প ) মা হােমাে (আমরা হইব না) (অতএব ) সংজমং (সংযম) ণিহুও (নিভৃত = স্থিরচিত্ত ) (হইয়া) চর ( আচরণ কর) ॥৪৩
| হে রথনেমি, আমি ভােগরাজ বংশে, এবং তুমি অন্ধক বৃষ্ণিবংশে জাত হইয়াছ। আমাদের উভয়ের বিশুদ্ধ কুলে গন্ধন জাতীয় সর্পের ন্যায় হইব না। অতএব স্থিরচিত্ত হইয়া সংযম পালন কর ॥৪৩||
১। ‘ধিগখ’ টীকা ১। ২। আবেউং টীকা ১ ও ৩।
৩। “যদা হি কস্যচিৎপুরুষ সর্পো গতি, তদা মন্ত্রবাদিনােগ্নিং জ্বালয়িত্ব। মন্ত্রেণ সপানাকর্ষন্তি, তত্র চ গন্ধনকুলােদ্ভবঃ স্ববিষং পশ্চাৎ গৃহুন্তি অগন্ধনকুলােদ্ভবাস্বগ্নৌ জ্বলন্তি ন পুনর্বান্তং বিষং পশ্চাৎ গৃহুন্তি” টীকা ১। সর্প দুই জাতীয়—গন্ধন ও অগন্ধন। গন্ধন জাতীয় সৰ্প মন্ত্রের দ্বারা আকৃষ্ট হইয়া দষ্টস্থানের বিষ পুনরায় আকর্ষণ করে কিন্তু অগন্ধন জাতীয় সৰ্পৰুে অগ্নিতে দগ্ধ করিয়া বিনাশ করিলেও স্বৰিষ পুনরায় পান করিয়া নেয় না।