SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 413
Loading...
Download File
Download File
Page Text
________________ উত্তরাধ্যয়ন সূত্র পরাজিত = সংযমে গতোৎসাহ ও আসঙ্গলিপ্সার দ্বারা অভিভূত ) দণ ( দেখিয়া ) রাঈমঈ ( রাজীমতী ) অসংভংতা ( অসন্ত্রাস্তা = অত্রস্তা= ভয়শূন্যা ) ( হইয়া ) তহিং ( সেইস্থলে ) অপাণং ( নিজকে = নিজের শরীরকে ) সংবরে ( সংবৃণোতি=আচ্ছাদন করিলেন, বস্ত্রের দ্বারা আচ্ছাদন করিলেন ) ॥৩৯॥ সেই রথনেমিকে সংযমে গতোৎসাহ ও আসঙ্গলিপ্সায় অভিভূত দেখিয়া রাজীমতী নির্ভয় হইয়া বস্ত্রের দ্বারা নিজের শরীরকে আচ্ছাদিত করিলেন ॥৩৯॥ অহ সা রায়বর করা, সুঠিয়া নিয়মব্বএ। জাঈ' কুলং' চ সীলং চ, রমাণী তয়ং বএ ॥৪০৷ - ৩৯৬ অহ ( তৎপরে ) সা ( সেই ) নিয়মব্বএ ( নিয়মব্রতে=নিয়ম ও ব্রতে ) সুঠিয়া ( সুস্থিতা=স্থিরা) রায়বরকগ্গা (রাজবরকন্যা = রাজশ্রেষ্ঠের কন্যা) ( রাজীমতী ) জাঈ ( জাতি ) কুলং চ ( ও কুল ) চ (ও সীলং ( শীল ) রক্‌মাণী ( রক্ষা করিতে থাকিয়া) তয়ং ( তাহাকে = রথনেমিকে ) বএ ( বলিলেন ) ॥৪০ | তৎপরে নিয়ম ও ব্রতে সুস্থিরমনা রাজকন্যা রাজীমতী জাতি, কুল ও শীল রক্ষা করিতে থাকিয়া রথনেমিকে বলিলেন ॥৪০|| জই সি রূবেণ বেসমণো, ললিএণ ণলকুবরো । তহা বি তে ন ইচ্ছামি, জই সি সক্‌খং পুরংদরো ॥৪১|* জই ( যদি ) ( তুমি ) রূবেণ ( রূপে ) বেসমণো ( বৈশ্রবণ ) ললিএণ ( লালিত্যে ) ণলকুবরো ( নলকূবর = নলকুবের ) সি ( হও ) জই ( যদি ) ( তুমি ) সক্‌থং ( সাক্ষাৎ ) পুরংদরো ( পুরন্দর=ইন্দ্র ) সি (হও ) তহা বি ( তথাপি ) তে ( তোমাকে ) ন ইচ্ছামি (ইচ্ছা করি না=কামনা করি না ) ॥ ৪১৷ ১। “মাতুর্বংশো জাতিঃ, পিতুর্বংশঃকুলমুচ্যতে” টীকা ১। * এই সূত্রের পরে নিম্নলিখিত সূত্রটী টীকা ১। এ লিখিত আছে কিন্তু টীকা ২, ৩। বা ঃ এ কোন উল্লেখ নাই । ইহা প্রক্ষিপ্ত বলিয়াই অনুমান হয়। পক্‌খংদে জলিয়ং জোইং, ধূমকেউং দুরাসয়ং । ন ইচ্ছংতি বংতয়ং ভোত্তং কুলে জায়া অগংধণে ॥ অর্থ অগন্ধন কুলে জাত সর্প প্রজ্বলিত অগ্নির অসহ্য জ্বালাতে প্রবেশ করে কিন্তু উদ্‌গীর্ণ বিষ পুনরায় পান করিতে ইচ্ছা করে না ৷
SR No.032052
Book TitleUttaradhyayan Sutra Part 01 Bengali
Original Sutra AuthorN/A
AuthorCalcutta Vishvavidyalay
PublisherCalcutta Vishvavidyalay
Publication Year1960
Total Pages482
LanguageBengali
ClassificationBook_Other & agam_uttaradhyayan
File Size27 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy