SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 412
Loading...
Download File
Download File
Page Text
________________ রথনেমীয় তৎপরে সমুদ্রবিজয়াঙ্গজ সেই রাজপুত্র রথনেমি রাজীমতীকে ভীতা ও কম্পমানা দেখিয়া এইরূপ বাক্য বলিলেন ॥৩৬| রহণেমী অহং ভদ্দে, সুরূবে চারুভাসিণী । মমং ভয়াহি সুতণ, ’, ন তে পীলা ভবিস্সই ॥৩৭॥ ৩৯৫ ভদ্দে ( হে ভদ্রে ) সুরূবে ( হে সুরূপে ) চারুভাসিণী ( হে চারুভাষিণি ) অহং ( আমি ) রহণেমী ( রথনেমি ) সুতনূ ( হে সুতনু, হে কোমলাঙ্গি ) মম ( আমাকে ) ভয়াহি ( ভজস্ব = ভজ ==স্বীকার কর) তে (তোমার ) পীলা ( পীড়া=দুঃখ ) ন ভবিস্সঈ ( হইবে না ) ॥৩৭|| হে ভদ্রে, সুরূপে, চারুভাষিণি, আমি রথনেমি। পতিত্বে স্বীকার কর, তোমার কোন দুঃখ হইবে না ॥৩৭৷ হে সুতনু, আমাকে এহি তা ভুংজিমে৷ ভোএ, মাণুসং খু সুদুল্লাহং । ভুক্তভোগী তও° পচ্ছা, জিণমগগং চরিসমো ॥৩৮৷৷ এহি ( এস = 1 - নিকটে এস ) ভোএ (ভোগ=বিষয়ভোগ ) ভুংজিমে৷ ( ভোগ করি ) খু ( নিশ্চয়ই ) মাণুসং ( মনুষ্যজন্ম ) সুদুল্লহং ( সুদুর্লভ ) ভুত্তভোগী ( ভুক্তভোগী হইয়া=বিষয়ভোগ করিয়া) তও পচ্ছা ( তৎপরে ) জিণমগ্‌গং ( জিনমার্গ = জিনধর্ম ) চরিসমো ( আচরণ করিব ) ॥৮॥ এস, আমরা বিষয়সুখ ভোগ করি, কেননা মনুষ্যজন্ম অত্যন্ত দুর্লভ। সুখ ভোগ করিবার পর জিনধর্ম আচরণ করিব ॥৮॥ দণ রহণেমিং তং, ভগ্‌গুজ্জোয় পরাইয়ং'। রাঈমঈ অসংভংতা, অপাণং সংবরে তহিং ॥৩৯|| তং রহণেমিং ( সেই রথনেমিকে )ভগুজ্জোয় পরাইয়ং ( ভগ্নো্যোগ ১। ‘সুঅণূ’ টীকা ৩। টীকাকারগণ সুতণুর অর্থ সুতনু=সুন্দর শরীরবিশিষ্ট করিয়াছেন কিন্তু উগ্রসেনের কন্যার নামও সুতনু ছিল এইরূপ বিষ্ণুপুরাণে লিখিত আছে। মনে হয় রথনে মি রাজীমতীকে সুতনু নামেই আহ্বান করিয়া থাকিবেন । ২। ‘ভুত্তভোগা’ টীকা ৩। ‘ভুত্তভোএ’ টীকা ১ । ৩। ‘পুণো’ টাকা ৩। ও৪। ৪। ‘ভগ্‌গজোয়ং পরাইয়ং টীকা ১। “ভগ্নোদ্যোগে৷ গতোৎসাহঃ প্রস্তাবাৎ সংযমে পরাজিতোঽভিভূতঃ স্ত্রীপরীষহেণ ততো দ্বন্দ্বে ভগ্নোদ্যোগপরাজিতস্তম্” টীকা ২ ।
SR No.032052
Book TitleUttaradhyayan Sutra Part 01 Bengali
Original Sutra AuthorN/A
AuthorCalcutta Vishvavidyalay
PublisherCalcutta Vishvavidyalay
Publication Year1960
Total Pages482
LanguageBengali
ClassificationBook_Other & agam_uttaradhyayan
File Size27 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy