________________
৩৯২
উত্তরাধ্যয়ন সূত্র রাজীমতী চিন্তা করিলেন যে আমি নেমিনাথের দ্বারা পরিত্যক্তা হইয়াছি অতএব আমার জীবনে ধিক্। আমার পক্ষে প্রব্রজ্যা গ্রহণ করা শ্রেয় ॥২৯||
অহ সা ভমরসংনিভে, কুচ্চফণগপসাহিএ।
সয়মেব লুংচঈ কেসে, ধিইমংতা ববসিয়া ॥৩০ || অহ (তৎপরে) ধিইমং (ধৃতিমতী=ধৈর্যশালিনী) ববসিয়া (ব্যবসিত= স্থিরচিত্তবিশিষ্টা, দীক্ষা গ্রহণে স্থিরসংকল্পকারিণী) সা (সেই রাজীমতী ) সয়মেব ( নিজেই ) ভমরসংণিভে (ভ্রমরসন্নিভ=ভ্রমরের ন্যায় কৃষ্ণবর্ণ বিশিষ্ট) কুচ্চফণগপসাহিএ (কূর্চ ও চিরুনির দ্বারা প্রসাধিত) কেসে (কেশ ) লুংচঙ্গ (উৎপাটন করিলেন) ॥৩০ ||
| তৎপরে সেই ধৈর্যশালিনী ও স্থিরচিত্তা রাজীমতী তাহার কৃর্চ ও চিরুনির দ্বারা প্রসাধিত ভ্রমরকৃষ্ণ কেশদামকে স্বয়ং উৎপাটন করিলেন ॥৩০||
বাসুদেবাে য় ণং ভণই, লুকেসিং ২ জিইংদিয়ং।
সংসারসাগরং ঘােরং, তর করে লহুং লহুং ॥৩১। লুকেসিং (লুপ্তকেশা=উৎপাটিত-কেশা) জিইংদিয়ং (জিতেন্দ্রিয় ) ণং (ঐ রাজীমতীকে) বাসুদেববা (কৃষ্ণ) য় (ও উগ্রসেনাদি ব্যক্তিগণ ) ভণই ( বলিলেন) করে (হে কন্যে ) ঘােরং (ঘাের =ভীষণ) সংসারসাগর (সংসার সাগর ) লহুং লহুং (লঘু লঘু=শীঘ্র শীঘ্র ) তর ( পার হও) ॥৩১।
| সেই উৎপাটিত-কেশ, জিতেন্দ্রিয় রাজীমতীকে বাসুদেব প্রমুখ ব্যক্তিগণ আশীর্বাদ করিলেন, ‘কন্যা তুমি শীঘ্র শীঘ্র ভীষণ সংসার-সাগর পার হও’ ॥৩১||
সা পব্বইয়া সংতী, পব্বাবেসী তহিং বহুং।
সয়ণং পরিয়ণং চেব, সীলবংতা বহুস্সুয়া ॥৩২। সা (সেই) সীলবংতা ( শীলবতী) বহুস্সুয়া (বহুশ্রুত = বহুজ্ঞানসম্পন্না )
| ১। “কূৰ্চো গৃঢ়কেশােন্মােচকো বংশশলাকারচিতঃ কেশসংস্করণােপকরণবিশেষ ফনকে গজদন্তকাষ্ঠময়ঃ কঙ্কতকঃ কৃচ্চ ফকশ্চ কৃচ্চফনকৌ ভ্যাং প্রসাধিতা সংস্কৃতাঃ কৃচ্চফনকপ্রসাধিতাস্তা” টীকা ১। কৃচ্চ= Brush। ফনক=চিরুনি।
২। লুত্তকেসং’ টীকা ১ ও ২। ৩। “ত্বরিতং ত্বরিত” টীকা ২।