________________
রথনেমীয়
এবং তে রামকেসবা, দসারা য় বহুজণা।
অরিঠণেমিং বংদিত্তা, অইগয়া বারগাউরিং ॥২৭। এবং (এইরূপে ) তে (তাহারা) রামকেসবা (রাম ও কেশব ) দসার (দশাহ = সমুদ্রবিজয়াদি দশ ভ্রাতা) য় (ও) বহুজণা (অনেক ব্যক্তি ) অরিঠণেমিং (অরিষ্টনেমিকে) বংদিত্তা (বন্দনা করিয়া) বারগাউরিং ( দ্বারকাপুরীতে) অইগয়া (প্রস্থান করিলেন) ॥২৭
এইরূপে রাম ও কৃষ্ণ, সমুদ্রবিজয়াদি দশ ভ্রাতা ও অন্যান্য বহু ব্যক্তি অরিষ্টনেমিকে বন্দনা করিয়া দ্বারকাপুরীতে প্রস্থান করিলেন ॥২৭
সােডণ রায়কা, পৰ্ব্বজ্জং সা জিণ উ।
ণীহাসায় ণিরাণংদা, সােগেণ উ সমুচ্ছয়া ॥২৮|| সা রায়কা (সেই রাজকন্যা রাজীমতী) জিণসস (জিনের=অরিষ্টনেমি তীর্থঙ্করের) পধ্বজ্জং (প্রব্রজ্যা) সােডণ (শ্রবণ করিয়া) ণীহাসা ( নিহা= হাস্যশূন্যা) য় (ও) ণিরাণংদা ( নিরানন্দা) উ (ও) সােগেণ ( শশাকে) সমুচ্ছয়া ( সমবস্থতা=সমাচ্ছন্না) (হইলেন) ॥২৮|| | সেই রাজকন্যা রাজীমতী জিনরাজ অরিষ্টনেমির প্রব্রজ্যা গ্রহণের কথা শ্রবণ করিয়া হাস্য ও আনন্দ রহিত হইয়া শােকে সমাচ্ছন্ন হইলেন ॥২৮৷৷
রাইমঈ বিচিংতেঈ, ধিরখ, মম জীবিয়ং।
জা হং তেণং পরিচা, সেয়ং পব্বইউং মম ॥২৯ রাঈম ( রাজীমতী) বিচিংতেঈ ( চিন্তা করিতে লাগিলেন) মম জীবিয়ং (আমার জীবনে ) ধিরথ ( ধিক্ হউক) জা হং ( যাহাতে আমি) তেণং (নেমিনাথের দ্বারা পরিচা (পরিত্যক্ত হইয়াছি ) ( অতএব ) মম ( আমার পক্ষে ) পব্বইউং (প্রব্রজ্যা গ্রহণ করা ) সেয়ং (শ্রেয় ) ॥২৯।
১। বারগাপুরিং টীকা ১। ২। পবর্জং টীকা ২। ৩। সমুচ্ছিয়া’ টাকা ৩। সমুখিয়া’ টীকা ৪। ৪। ‘ধিগথ টীকা ১। ৫। পরিচ্চত্তা’ টীকা ১।