________________
৩৯০
উত্তরাধ্যয়ন সূত্র তহ (তৎপরে) সে (সে অরিষ্টনেমি) তুরিয়ং (ত্বরিত =শীঘ্র ) সুগংধগংধি (সুগন্ধ গন্ধী ) মউয়কুংচিএ ( মৃদুক কুঞ্চিত=কোমল ও কুঞ্চিত ) কেসে (কেশ ) পংচমুঠীহিং (পঞ্চমুষ্টির দ্বারা= পাঁচবার মুষ্টির দ্বারা ধরিয়া) সয়মেব (স্বয়মেব=নিজেই ) লুংচঈ (লুঞ্চতি=উৎপাটন করিলেন) (ও) সমাহিও (সমাহিত=সমাধিযুক্ত) ( হইলেন) ॥২৪।
তৎপরে সেই অরিষ্টনেমি ভগবান্ তাহার সুরভিগন্ধবিশিষ্ট, কোমল ও কুঞ্চিত কেশদাম পাঁচবার মুষ্টির দ্বারা ধরিয়া নিজেই শীঘ্র উৎপাটন করিলেন ও সমাধিযুক্ত হইলেন ॥২৪৷
বাসুদেবাে য় ণং ভণই, লুকেসং জিইংদিয়ং।
ইচ্ছিয়মণােৰহে তুরিয়ং, পাব তং দমীসরা ॥২৫|| বাসুদেবব (বাসুদেব কৃষ্ণ) য় (ও=সমুদ্রবিজয়াদি ব্যক্তিগণ ) লুত্তকেসং (লুপ্তকেশ =উৎপাটিত কেশ ) জিইংদিয়ং (জিতেন্দ্রিয় ঐ নেমিনাথকে ) ভণই (বলিলেন ) দমীসরা (হে দমীশ্বর = হে যতীশ্বর ) তং (তুমি) তুরিয়ং ( শীঘ্র ) ইচ্ছিয়মণােৰহে ( ঈপ্সিত =মনােরথ ) পাবসু (প্রাপ্ত হও) |২৫||
বাসুদেব কৃষ্ণ ও সমুদ্রবিজয়াদি অন্যান্য ব্যক্তিগণ সেই উৎপাটিত কেশ জিতেন্দ্রিয় নেমিনাথকে আশীর্বাদ করিলেন, হে যতীশ্বর, তুমি তােমার বাঞ্ছিত ফল (মুক্তি) শীঘ্রই প্রাপ্ত হও’ |২৫||
পাণেণং দংসণেণং চ, চরিত্তেণং তহেব য়। খংতী মুত্তীএ চেব, বড্ডমাণে ভবাহি য় |২৬|
ণাণেণং (জ্ঞানের দ্বারা =জ্ঞানে) দংসণেণং (দর্শনে) চরিত্তেণং (চারিত্রে ) তহেব য় (তথা ) খংতীএ ( ক্ষান্তিতে =ক্ষমাতে) মুত্তীএ ( মুক্তিতে = নির্লোভততে ) বড ঢমাণাে ভবাহি ( বৃদ্ধিপ্রাপ্ত হও) |২৬||
| হে নেমিকুমার, জ্ঞানে, দর্শনে, চরিত্রে, ক্ষমায় ও নির্লোভয় বৃদ্ধিপ্রাপ্ত হও |২৬||
১। “তং’ টীকা ১। ২। তবেণ’ টীকা ৩। ৩। চেব’ শব্দটী টীকা ২ ও ৩
এবং ৪। এ নাই।