________________
৩৮৯
বথনেমীয় দেবমণুসসপরিবুড়াে, সীয়াবয়ণং ১ তও সমারূঢ়ো।
ণিখমিয় বারগাও, রেবয়য়ংমি ঠিও ভয়বং ॥২২ তও ( তৎপরে) ভয়বং ( ভগবান্ নেমিকুমার) দেবমণুসসপরিবুড় (দেব ও মনুষ্যগণের দ্বারা পরিবৃত) সীয়ারয়ণং (শিবিকারত্ন =উত্তরকুরু নামক রত্নখচিত শ্রেষ্ঠ শিবিকাতে) সমারূঢ়ো (সমারূঢ়=উপবিষ্ট) (হইয়া) বারগাও ( দ্বারকা হইতে) ণিকৃথমিয় ( নিষ্ক্রান্ত হইয়া= বহির্গত হইয়া) রেবয়য়ংমি (রৈবতকে =রৈবতাচলে) ঠিও (স্থিত ) ( হইলেন) ॥২২)।
তৎপরে ভগবান্ নেমিকুমার দেব ও মনুষ্যগণের দ্বারা পরিবৃত ও রত্নখচিত শ্রেষ্ঠ শিবিকায়, উপবিষ্ট হইয়া দ্বারকানগরী হইতে বহির্গত হইলেন ও রৈবতাচলে আগমন করিলেন ॥২২
উজ্জাণে সংপতো, ওইধ্যে উত্তমাও সীয়াও।
সাহসীএ পরিবুড়াে, অহ ণিখমঈ উ চিত্তাহিং ॥২৩ অহ ( তৎপরে) উজ্জাণে (উদ্যানে=সহস্রাবন নামক উদ্যানে) সংপত্তা ( সংপ্রাপ্ত=উপস্থিত ) ( হইয়া) উত্তমাও ( উত্তম শ্রেষ্ঠ ) সীয়াও (শিবিকা হইতে) ওইগ্নো ( অবতীর্ণ ) ( হইয়া) সাহসী পরিবুড়াে (সহস্র পুরুষের দ্বারা পরিবৃত =সহস্র পুরুষের সহিত.) চিত্তাহিং (চিত্রা নক্ষত্রে) ণিমই ( নিষ্ক্রান্ত হইলেন =প্রব্রজ্যা গ্রহণ করিলেন ॥২৩।
তৎপরে সহস্রাবন নামক উদ্যানে উপস্থিত হইয়া শ্রেষ্ঠ শিবিকা হইতে অবতরণ করিলেন এবং সহস্র পুরুষের সহিত চিত্রা নক্ষত্রে প্রব্রজ্যা গ্রহণ করিলেন ॥২৩
অহ সে সুগংধগংবিএ, তুরিয়ং মউয়কুংচিএ। সয়মেব লুংচই কেসে, পংচমুঠীহি সমাহিও |২৪|
১। “সিবিয়ারয়ণং টীকা ১ ও ৩। “শিবিকারত্নং দেবকৃতং উত্তরকুরুনামকমিতি গম্যতে” টীকা ২।
২। “উদ্যানং সহস্রাবখ্য” টীকা ২। ৩। “সিবিয়াও’ টীকা ১। ৪। “সসা টীকা ১ ও ৩। ৫। পংচটঠীহিং’ টকা ৩।