________________
রথনেমীয়
৩৯৩ (রাজীমতী) পব্বইয়া সংতী (প্রব্রজিত হইয়া) তহিং (সেইখানে=সেই দ্বারকাতে) বহুং (বহু ) সয়ণং (স্বজনকে ) চেব (ও) পরিয়ণং (পরিজনকে) পব্বাবেসী ( বিব্ৰজৎ = প্রব্রজ্যা গ্রহণ করাইলেন ) ৩২।
সেই শীলবতী, প্রভৃত জ্ঞান সম্পন্ন রাজীমতী প্রব্রজ্যা গ্রহণ করিয়া দ্বারকাতে বহু আত্মীয় ও পরিচারিকা প্রভৃতিকে প্রব্রজ্যা গ্রহণ করাইলেন ৩২
গিরিং রেবয়য়ং জংতী, বাসেণুল্লা উ অংতরা।
বাসংতে অংধয়ারংমি, অংততা লয়ণ সা ঠিয়া ॥৩৩|| (একদা নেমিনাথকে বন্দনা করিতে) সা (সেই রাজীমতী) রেবয়য়ং গিরিং ( রৈবতক গিরিতে ) জংতী ( যাইতে যাইতে ) অংতরা ( অন্তরে= অর্ধমার্গে ) বাসেণ (বর্ষার দ্বারা) উল্লা ( আর্দ্র হইয়াছিলেন। বাসংতে (বর্ষণের জন্য ) অংধয়াংমি (অন্ধকার হওয়ায়) লয়ণ অংতে (গুহার মধ্যে) ঠিয়া ( স্থিত হইলেন=প্রবেশ করিলেন) ॥৩৩
একদা নেমিনাথকে বন্দনা করিবার জন্য রৈবতক গিরিতে যাইতে যাইতে মধ্যপথে রাজীমতী বৃষ্টিতে ভিজিয়া গিয়াছিলেন ও বর্ষণ হেতু অন্ধকার হওয়ায় একটী পর্বতগুহায় প্রবেশ করিলেন ॥৩৩।
চীবরাইং৩ বিসারংতী, জহাজায় ত্তি পাসিয়া।
রহণেমী ভগ্নচিত্তো, পচ্ছা দিটুঠোয় তীই বি ॥৩৪। ( রাজীমতী গুহায় প্রবেশ করিয়া) চীবরাইং ( চীবর =পরিধেয় বস্তু, তাঁহার শরীরের আর্দ্র বস্তু সকল ) বিসারংতী ( বিস্তার করিলেন = শুষ্ক করিবার জন্য বিস্তারিত করিলেন) (তাহাকে) জহাজায় ( যথাজাত =জন্মগ্রহণের সময়ে
১। বাসেগােল্লা টীকা ৩। “বর্ষেণ বৃষ্ট্যা ‘উল্ল’ ত্তি আর্দ্রা স্তমিতসৰ্ব্বীবরেত্যর্থঃ” টীকা ২।
২। “লয়ন গুহায়া” টীকা ২। ৩। চীবরাণি’ টীকা ১ ও ৩। ৪। “যথাজাত অনাচ্ছাদিতাঙ্গোপাঙ্গতা জন্মাবস্থাপম ইতীত্যেবংবিধা” টীকা ২।
৫। রথনেমি নেমিনাথের ভ্রাতা। ইনিও নেমিনাথের দীক্ষা গ্রহণ করিবার পর সংসার ত্যাগ করিয়া দীক্ষাগ্রহণ করেন ও রাজীমতী যে গুহায় প্রবেশ করিয়াছিলেন তাহাতে পূর্ব হইতে ধ্যানমগ্ন ছিলেন।
৬। “ভগ্নচিত্তোহভূৎ সংষমাচ্চলিতমনাঅভূৎ” টীকা ১।