________________
সমুদ্রপালীয় |
৩৭৭ মেরু পর্বত যেমন অকম্পিত থাকে তদ্রুপ অকম্পিত থাকিয়া শরীর ও মনকে বশীভূত করিয়া পরীষহজনিত ক্লেশ সহ্য করে ॥১৯||
অণুএ নাবণ মহেসী, ন য়াবি পূয়ং গরহং চ সংজএ।
সে উজ্জ্বভাবং পড়িব... সংজএ, ণিব্বাণমগং বিএ উবেই ॥২০ | মহেসী (মহর্ষি) অণুগ্নএ (অনুন্নত =উন্নত নয়, অভিমানরহিত) নাবণ ( নাবনত = অবনত নয়, দীনতাশূন্য ) ( হইয়া) পূয়ং (পূজাতে =সৎকারে ) গরহং (নিন্দাতে) ন য়াবি সংজএ (সঙ্গ করে না=সুখদুঃখ প্রাপ্ত হয় না, অভিভূত হয় না) সে সংজএ (সেই সংযত=সমুদ্রপাল ) উজ্জ্বভাবং (ঋজুভাব =সরলতা) পড়িবজ্জ ( অবলম্বন করিয়া) বিরএ ( বিরত=পাপকর্ম হইতে নিবৃত্ত ) (হইয়া) ণির্বাণমগং (নির্বাণমার্গ=মুক্তিমার্গ) উবেই (প্রাপ্ত হইল) ২০।
সেই মহর্ষি অভিমানরহিত ও দীনতাশূন্য হইয়া সৎকার ও নিন্দাতে সুখ বা দুঃখ অনুভব করে না। সেই সংযত সমুদ্রপাল সরলতা অবলম্বন করিয়া ও পাপকর্ম হইতে নিবৃত্ত হইয়া মুক্তিমার্গ প্রাপ্ত হইল ॥২০ |
অরইরইসহেঃ পহীণসংথবে, বিরএ আয়হিএ পহাণং।।
পরমটুঠপএহিং চিঠ, ছিন্নসােএ অমমাে অকিংচণাে॥২১। অরইরইসহে ( অতিরতিসহ= দুঃখ ও সুখসহ, যে দুঃখ ও সুখকে সমভাবে সহন করে ) পহীণসংহবে ( প্রহীণসংস্তব =গৃহস্থাদির সহিত পরিচয় বা ঘনিষ্ঠতাশূন্য ) বিএ ( বিরত =পাপকর্ম হইতে বিরত ) আয়হি ( আত্মহিত =আত্মার হিতসাধনে তৎপর ) পহাণং (প্রধানবা=সংযমবান্) ছিঃসােএ ( ছিন্নশােক =শােকরহিত) অমমমা (অমম =মমতারহিত) অকিংচণে।
১। অনুন্নত ন তােহভিমানরহিতঃ” টীক। ১। ২। “নাবনতো ন অবনতে। দীনভাবেন রহিতঃ” টীকা ১। ৩। “ন সঙ্গয়েৎ সঙ্গং ন কুৰ্য্যাৎ নিন্দাং চ ঞত্বা দুঃখং ন কুৰ্য্যাদিতি ভাবঃ” টীকা ১।
৪। অভীষ্পিত বস্তু প্রাপ্ত হইলে যে সুখ হয় তাহাকে রতি ও সেই বস্তুর প্রাপ্তি না হইলে যে দুঃখ হয় তাহাকে অরতি বলে। সংযমে ধৈর্যের অভাবকেও অরতি বলে। ২০১৪ সূত্রের 'সহিত তুলনীয়।
৫। “প্রধানঃ সংযমঃ স বিদ্যতে যস্য স প্রধানবান সংযমযুক্তঃ” টীকা ১।