SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 393
Loading...
Download File
Download File
Page Text
________________ উত্তরাধ্যয়ন সূত্র হইলে ) সংগামসীসে ( সংগ্রামশীর্ষে =সংগ্রামের পুরোভাগে ) নাগরায়া ইব ( গজরাজের ন্যায় ) ন বহিজ্জ ( ব্যথাপ্রাপ্ত হয় না, বিচলিত হয় না ) ॥ ১৭ অনেক দুর্বিষহ পরীষহ উৎপন্ন হয় এবং যাহার জন্য বহু হীনসত্ত্ব মনুষ্য সংযমে শিথিল হয় কিন্তু সেই ভিক্ষু তদ্রূপ দুঃখজনক উপসর্গ প্রাপ্ত হইলে সংগ্রামের পুরোভাগে স্থিত গজরাজের ন্যায় বিচলিত হয় না ॥১৭৷৷ ৩৭৬ সীওসণা' দংসমসা± য় ফাসা, আয়ংকা বিবিহা ফুসংতি দেহং । অকুক্কুও তখহিয়াসইজ্জা, রয়াইং থেবিজ্জ পুরে৩ কড়াইং ॥১৮॥ সীওসণা ( শীতোষ্ণ=শীত ও উত্তাপ ) দংসমসা ( দংশমশক = ভাঁশ ও মশার কামড়ের দ্বারা উৎপন্ন দুঃখ ) য় ( ও ) ফাসা ( স্পর্শ=তৃণাদির স্পর্শ ) বিবিহা ( বিবিধ ) আয়ংকা ( আতঙ্ক=রোগ ) দেহং ( দেহকে ) ফুসংতি ( স্পর্শ করে = - পীড়া দেয় ) তখ ( সেই স্থলে = পরীষহ উৎপন্ন হইলে ) অকুক্কুও ( আক্ৰন্দন না করিয়া ) অহিয়াসইজ্জা ( সহ্য করে ) ( এবং ) পুরে কড়াইং ( পূর্বকৃত ) রয়াই ( রজসমূহ = কর্মমলসমূহ ) খেবিজ্জ ( ক্ষয় করে ) || ১৮|| শীত ও উত্তাপ, ডাঁশ ও মশা, তৃণকণ্টকাদির স্পর্শ ও বিবিধ প্রকারের রোগ দেহে পীড়া উৎপন্ন করে। এইরূপ পীড়া উৎপন্ন হইলে সাধু তাহা আক্রন্দন না করিয়া সহ্য করে এবং পূর্বকৃত কর্মমল ক্ষয় করে ॥১৮|| পহায় রাগং চ তহেব দোসং, মোহং চ ভিক্খ সয়য়ং বিয়খণো । মেরুব্ব বাএণ অকংপমাণো, পরীসহে আয়গুত্তে সহিজ্জ৷ ॥১৯৷৷ সয়য়ং ( সতত ) বিয়খণো ( বিচক্ষণ ) ভিক্ ( সাধু ) রাগং ( রাগ ) তহেব (তদ্রূপ ) দোসং ( দ্বেষ ) চ (ও) মোহং ( মোহ ) পহায় ( পরিত্যাগ করিয়া ) বাএণ ( বায়ুর দ্বারা) মেরুব্ব ( মেরু পর্বতের ন্যায় ) অকপমাণো ( অকম্পিত থাকিয়া ) আয়গুত্তে ( আত্মগুপ্ত=শরীর ও মনকে বশীভূত করিয়া ) পরীসহে ( পরীষহ = পরীষহজনিত ক্লেশ ) সহিজ্জা ( সহ্য করে ) ॥১৯৷ সতত বিচক্ষণ সাধু রাগ, দ্বেষ ও মোহকে পরিত্যাগ করিয়া প্রবল বায়ুতেও ১। ‘সীওসিণা' টীকা ১ ও ৩ । ২। 'মসগা' টীকা ১ ও ৩ । ৩। ‘পুরা’ টীকা : ও ৩।
SR No.032052
Book TitleUttaradhyayan Sutra Part 01 Bengali
Original Sutra AuthorN/A
AuthorCalcutta Vishvavidyalay
PublisherCalcutta Vishvavidyalay
Publication Year1960
Total Pages482
LanguageBengali
ClassificationBook_Other & agam_uttaradhyayan
File Size27 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy