________________
সমুদ্রপালীয়
७१० সমস্ত ব্যবহারই সহ্য করে, সকল স্থানে সমস্ত প্রকার বস্তুর অভিলাষ করে না এবং সেই সংযত সাধু পূজা বা নিন্দা কিছুরই ইচ্ছা করে না ॥১৫।
অণেগছংদা ইহ মাণবেহিং, জে ভাবও সংপকরেই ভিক্ষু।
ভয়ভের তখ উইংতি ভীমা, দিব্বা মসসা অদুবা তিরিচ্ছা |১৬|| ইহ (এই সংসারে) মাণবৈহিং ( মনুষ্যগণের মধ্যে ) অণেগছংদা ( অনেক প্রকার ছন্দ =অনেক প্রকার ইচ্ছা) (উৎপন্ন হয়) জে (যাহা) ভিক ( ভিক্ষু ) (ও) ভাবও ( ভাবের দ্বারা=মনের মধ্যে ) সংপকরেই (সম্যক্ প্রকারে করে ) (এবং তজ্জন্য ) তন্থ (সে সময়ে ) ভয়ভের (ভয়ভৈরব= ভীষণ) ভীমা (ভয়ানক) দিব্বা (দিব্য =দেবতা সম্বন্ধীয়) মনুস (মনুষ্য সম্বন্ধীয়) অদুবা (অথবা) তিরিচ্ছা (তৈরশ্চ =পশু সম্বন্ধীয়) (উপসর্গ ) উইংতি (উৎপন্ন হয় ) ॥১৬ . | এই সংসারে মনুষ্যগণের অনেক প্রকার আকাঙ্ক্ষা হয় এবং এইরূপ অভিলাষ ভিক্ষুর মনেও উৎপন্ন হইয়া থাকে ও তজ্জন্য দেবতা, মনুষ্য অথবা পশ্বাদির দ্বারা কৃত উপসর্গ অত্যন্ত ভয়াবহ রূপে অনুভূত হয়। ( আকাঙ্ক্ষা উৎপন্ন হইলেই উপসর্গগুলির ভয়াবহত্ব উপলব্ধি হয় এবং যদি কোন প্রকার আকাঙ্ক্ষাই না থাকে তবে উপসর্গগুলি যতই ভয়াবহ হউক না কেন পুরুষকে অভিভূত করিতে পারে না) ॥১৬
পরীসহ দুব্বিসহ অণেগে, সয়ংতি জখা বহুকায়রা ণরা।
সে তখ পত্তে ন বহিজ্জ ভিখু, সংগামসীসে ইব নাগরায়া ॥১৭ অণেগে (অনেক) দুঝিসহ ( দুর্বিষহ = দুঃসহ) পরীসহা ( পরীষহ = দুঃখজনক উপসর্গ ) (উৎপন্ন হয় ) জখা (যে স্থলে =পরীষহ উৎপন্ন হইলে ) বহুকায়রা রা ( অনেক কাতর মনুষ্য =অনেক হীনবীর্য মনুষ্য ) সীয়ংতি (সীদন্তি =সংযমে শিথিল হয়) সে ভিখু (সেই ভিক্ষু ) তথ পত্তে (সেইরূপ পরীষহ প্রাপ্ত
১। সে পকরেই’ টীকা ৩। সংপগরেই’ টীকা ৪। ২। “উবিংতি টীকা ১। ৩। “তৈরশ্চাঃ উপসর্গ। ইতি গম্যতে” টীকা ২। ৪। “পংডিএ’ টীকা ৩।