________________
৩৭৪
উত্তরাধ্যয়ন সূত্র
ও ব্রহ্মচারী হইয়া পাপজনক কার্য পরিত্যাগ করিয়া ইন্দ্রিয়দমনপূর্বক ভিক্ষু সমুদ্রপাল বিচরণ করিতে লাগিল ॥১৩||
কালেণ কালং বিহরেজ্জ টুঠে, বলাবলং জাণিয় অপ্পণে য়।
সীহােব্ব সর্দেণ ন সংতসিজ্জা, বয়জোগ সুচ্চা ন অসমাহু ॥১৪। কালেণ (সময়ে নির্দিষ্ট সময়ে) কালং ( সময়ােচিত স্বাধ্যায় =তপস্যাদি কার্য) ( করিতে থাকিয়া) য় (ও) অল্পণণা (নিজের) বলাবলং ( বলাবল =শক্তির পরিমাণ =বিহার করিবার জন্য নিজ সামর্থের পরিমাণ ) জানিয় (জানিয়া) রঠে ( রাষ্ট্রে=দেশবিদেশে ) বিহরে... ( বিচরণ করিতে লাগিল ) সীহােব্ব (সিংহের ন্যায়) সদ্দেণ (শব্দের দ্বারা =ভযােৎপাদক শব্দের দ্বারা) ন সংতসিজ্জা (ত্রাস প্রাপ্ত হয় না) (এবং) বয়জোগ (বাকযােগ=দুঃখােৎপাদক বচন, দুবাক্য) সুচ্চা (শ্রবণ করিয়া) অসত্তং ( অসভ্য =অসভ্যোচিত অশ্লীল ) (বাক্য) ন আহু (বলে না) ॥১৪।
নির্দিষ্ট সময়ে সময়ােচিত স্বাধ্যায়াদি অনুষ্ঠান করিতে থাকিয়া, বিহার করিবার জন্য নিজ সামর্থের পরিমাণ জানিয়া দেশবিদেশে বিচরণ করিতে লাগিল এবং সে সিংহের ন্যায় ভয়ােৎপাদক শব্দের দ্বারা ভীত হয় না ও দুর্বাক্য শ্রবণ করিয়া প্রত্যুত্তরে অসভ্যোচিত অশ্লীল বাক্য প্রয়ােগ করে না॥১৪।
উবেহমাণে উ পরিব্বইজ্জা, পিয়মপ্পিয়ং সব্ব তিতিকথএজ্জা।।
ন সব্ব সব্বখভিযােয়ইজ্জা, ন য়াবি পূয়ং গরহং চ সংজএ॥১৫। (সেই সাধু) উবেহমাণাে (উপেক্ষমাণ হইয়া =কেহ অসভ্য বচন প্রয়ােগ করিলে তাহা উপেক্ষা করিয়া) পরিব্বইজ্জা ( বিচরণ করে) পিয়মপ্পিয়ং ( প্রিয় ও অপ্রিয়) সব্ব ( সমস্তই) তিতিকৃথএজ্জা ( সহ্য করে) সব্বখ ( সর্বত্র ) সব্ব ( সমস্ত বস্তু) ন অভিযােয়ইজ্জা (অভিলাষ করে না) সংজএ (সংযত = সেই সংযত সাধু) পূয়ং (পূজা =সৎকার) চ (ও) গরহং যাবি (গহ ও= নিন্দা ও ) ন (না=অভিলাষ করে না) ॥১৫|| | সেই সাধু অশ্লীল বচনাদি উপেক্ষা করিয়া বিচরণ করে, প্রিয় ও অপ্রিয়
১। বাগ্যােগং দুঃখেৎপাদকং বচন” টীকা ১। বইজোগ’ টীকা ৩। ২। “গরিহং’ টীকা ৩।