________________
সমুদ্রপালীয়
জহিও ( পরিত্যাগ করিয়া ) পরিয়ায় ধম্মং পর্যায়ধর্ম=প্রব্রজ্যাধর্ম ) বয়াণি ( ব্রতসমূহ = মহাব্রতসমূহ ) সীলাণি ( শীলসমূহ ) য় (ও) পরিসহে ( পরীষহসমূহ = পরীষহের দুঃখ সকল সহ্য করিতে ) অভিরোয়এজ্জা ( অভিরুচিসম্পন্ন হইল ) ॥ ১১॥
মহাদুঃখদায়ক, মহামোহোৎপাদক ও ভয়াবহ সর্বপ্রকার আসক্তি পরিহার করিয়া প্রব্রজ্যা ধর্ম এবং ব্রত, নিয়ম ও পরীষহ জয়ে অভিরুচিসম্পন্ন হইল ॥ ১১॥
অহিংসসচ্চং চ অতেণগং চ, তত্তো য় বংডং অপরিগ্গহং চ। পড়িবজ্জিয়া পংচ মহব্বয়াইং, চরিজ্জ ধম্মং জিণদেসিয়ং বিউ ॥১২৷ অহিংসসচ্চং ( অহিংসাও সত্য) চ (ও ) অতেণগং ( অস্তৈন্যক= অচৌর্য ) তত্তো য় ( তৎপরে ) বংভং ( ব্রহ্ম = ব্রহ্মচর্য ) চ (ও) অপরিগ্গহ ( অপরিগ্রহ ) ( এই ) পংচমহব্বয়াইং ( পঞ্চমহাব্রত ) পড়িবজ্জিয়া ( প্রতিপদিন করিয়া= অঙ্গীকার করিয়া ) বিউ ( বিদ্বান্ ) ( সমুদ্রপাল ) জিণদেসিয়ং ( তীর্থঙ্করগণের দ্বারা উপদিষ্ট ) ধম্মং ( ধর্ম ) চরিজ্জ ( আচরণ করিতে লাগিল ) ॥ ১২॥
অহিংসা, সত্য, অচৌর্য, ব্রহ্মচর্য ও অপরিগ্রহ এই পঞ্চমহাব্রত অঙ্গীকার করিয়া সেই বিদ্বান্ সমুদ্রপাল জিনোপদিষ্ট ধর্ম আচরণ করিতে লাগিল ॥ ১২॥
সব্বেহিং ভূএহিং দয়াণুকংপে, খংতি মে সংজয়বংভয়ারী। সাবজ্জজোগং পরিবজ্জয়ংতো, চরিজ্জ ভিক্খু সুসমাহিইংদিএ ॥ ১৩॥
2
৩৭७
সব্বেহিং ভূএহিং ( সমস্ত প্রাণীর প্রতি ) দয়াকংপে ( দয়া ও অনুকম্পাশীল ) খংতি মে ( ক্ষান্তি ও ক্ষমাশালী ) সংজয় ( সংযত ) বংভয়ারী ( ব্রহ্মচারী ) ( হইয়া ) সাবজ্জজোগ ( ( সাব্যযোগ= পাপজনক ক্রিয়া) পরিবজ্জয়ংতো ( পরিবর্জন করিয়। ) সুসমাহিইংদিএ ( সুসমাহিতেন্দ্রিয়= জিতেন্দ্রিয় ) (হইয়া) ভিক্ ( ভিক্ষু= সমুদ্রপাল ভিক্ষু ) চরিজ্জ ( বিচরণ করিতে লাগিল ) ॥১৩৷ সমস্ত প্রাণিগণের প্রতি দয়া ও অনুকম্পাশীল, ক্ষান্তি ও ক্ষমাসম্পন্ন, সংযত
১। ‘দয়াণুকংপী’ টীকা ৩
২। “সাবদ্যযোগং সপাপযোগম্” টীকা ১