SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 389
Loading...
Download File
Download File
Page Text
________________ ৩৭২ উত্তরাধ্যয়ন সূত্র তং পাসিউণ সংবিগগগা, সমুদ্দপালাে ইণমব্ববী। অহহা অসুহাণ কম্মাণং, ণিজ্জাণং পাবগং ইমং || তং (তাহাকে=সেই বধর্থনীত ব্যক্তিকে) পাসিউণ (দেখিয়া ( সমুদ্দপালাে (সমুদ্রপাল ) সংবিগ্‌গাে (সংবিগ্ন =বৈরাগ্যযুক্ত ) ( হইয়া) ইণমব্ববী ( এইরূপ বলিল ) অহহ (আহা) অসুহাণ (অশুভ ) কস্মাণং (কর্মের) ইমং (ইহা) পাবগৎ (পাপক=অশুভ ) ণিজ্জাণং (নিয়ণি =পরিণাম ) || সেই প্রাণদণ্ডে দণ্ডিত ব্যক্তিকে দেখিয়া সমুদ্রপাল বৈরাগ্যপ্রাপ্ত হইল এবং বলিল, ‘আহা অশুভ কৰ্ম্মের এই অশুভ পরিণাম ॥|| সংবুদ্ধো সাে তহিং ভগবং, পরম সংবেগমাগও। আপুচ্ছম্মাপিয়রাে, পব্বএ অণগারিয়ং ॥১০। সাে ভগবং (সেই সমুদ্রপাল ভগবান্ ) তহিং (সেইস্থলেই= প্রাসাদ গবাক্ষেই) সংবুদ্ধো ( সংবােধপ্রাপ্ত হইয়া) পরম সংবেগমাগও (পরম বৈরাগ্যপ্রাপ্ত হইল) (এবং) আপুচ্ছপিয়রাে ( মাতাপিতাকে জিজ্ঞাসা করিয়া) অণগারিয়ং (অনারত্বে=সাধুত্বে) পব্বএ (প্রব্রজিত হইল) ॥১০| | সেই ভগবান্ সমুদ্রপাল প্রাসাদগবাক্ষে স্থিত থাকিয়াই সংবােধপ্রাপ্ত হইয়া পরম বৈরাগ্যপ্রাপ্ত হইল এবং মাতাপিতাকে জিজ্ঞাসা করিয়া গৃহত্যাগপূর্বক দীক্ষাগ্রহণ করিল ॥১৩|| জহিত্ত, সংগংথ মহাকিলেসং, মহংতমােহং কসিণং ভয়াবহং৬। পরিয়ায়ধম্মং চইভিরােয়এজ্জা, বয়াণি সীলাণি পরীসহে য় ॥১১|| মহাকিলেসং (মহাক্লেশদায়ক) মহংতমােহং (মহামমাহযুক্ত) ভয়াবহ ( ভয়াবহ ) কসিণং (কৃৎস=সমস্ত প্রকার ) সংগং (সঙ্গ =আসক্তি ) ১। সংবেগং’ টীকা ২। ২। ‘ভয়ং’ টীকা ১ ও ৩। ৩। পরং টীকা ২। ৪। “পব্বইএ’ টীকা ১। ৫। জহিজ্জ' টীকা ৩। ৬। ভয়ণগং’ টীকা ৩। ৭। পরীষহের ব্যাখ্যা ও বিবরণের জন্য দ্বিতীয় অধ্যয়ন দ্রষ্টব্য।
SR No.032052
Book TitleUttaradhyayan Sutra Part 01 Bengali
Original Sutra AuthorN/A
AuthorCalcutta Vishvavidyalay
PublisherCalcutta Vishvavidyalay
Publication Year1960
Total Pages482
LanguageBengali
ClassificationBook_Other & agam_uttaradhyayan
File Size27 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy