________________
৩৭১
সমুদ্রপালীয় তস জববইং ভজ্জং, পিয়া আণেই রূবিণিং। পাসাএ কীল বম্মে, দেবাে দোগুংদগাে জহা ॥৭॥
(সমুদ্রপালের) পিয়া (পিতা) রূবিণিং ( রূপিণী) (নাম্নী) রূববইং (রূপবতী) ভজ্জং (ভার্যা) তস্য (তাহার জন্য ) আণেই (আনয়ন করিল) রমে (রমণীয়) পাসা ( প্রাসাদে) দেবাে দোগুংদগাে জহা (দোগুক দেবতার ন্যায় ) ( সেই স্ত্রীর সহিত) কীলএ ( ক্রীড়া করিতে লাগিল= সুখ ভােগ করিতে লাগিল ) ।৭
সমুদ্রপালের পিতা রূপিণী নাম্নী এক রূপবতী ভার্যা তাহার জন্য আনয়ন করিল এবং সেই সমুদ্রপাল রমণীয় প্রাসাদে দোগুক দেবতায় ন্যায় সেই স্ত্রীর সহিত সুখ ভােগ করিতে লাগিল ॥৭
অহ অগ্নয়া কয়াই, পাসায়ালােয়ণে ঠিও। বঙ্খমংডণসােভাগং, বঙ্খং পাসই বক্সগং ॥৮।
অহ (তৎপরে) অগ্নয়া কয়াই (অন্যদা কদাচিৎ =কোন সময়ে) পাসায়ালােয়ণে ( প্রাসাদালােকনে= প্রাসাদের গবাক্ষে ) ঠিও ( স্থিত) (হইয়া) বদ্ধমংডণসােভাগং (বধ্যমণ্ডনশােভাক =বধ্যস্থানে লইয়া যাইবার সময় রক্তচন্দনকরবীপুষ্পদির দ্বারা সজ্জিত শরীর ) বঙ্খং (বধ্য =বধের যােগ্য, প্রাণদণ্ডে দণ্ডিত) বঙ্খগং (বাহগকে বা বধ্যগকে = বধ্যভূমিতে লইয়া যাইতেছে এইরূপ ব্যক্তিকে) পাসই ( দেখিল ) ॥৮||
তৎপরে কোন সময়ে প্রাসাদ গবাক্ষে অবস্থিত হইয়া সমুদ্রপাল বধ্যস্থানে লইয়া যাইবার জন্য রক্তচন্দনাদির দ্বারা সজ্জিত, প্রাণদণ্ডে দণ্ডিত ব্যক্তিকে বধ্যস্থানে লইয়া যাইতে দেখিল ॥৮৷
১। দোগুনক দেবের বিবরণের জন্য ১৯৩ সূত্রে নং পাদটীকা দ্রষ্টব্য।
২। “বধ্যস্ত চৌরঙ্গ যানি মণ্ডনানি রক্তচন্দনবিল্বপত্রকাবীরপুষ্পস্ৰগাদীনি বধ্যমগুনানি তৈঃ শশাভা যস্য স বধ্যমণ্ডনশােকস্তম্” টীকা ১।
৩। “বাহগং বহির্ভবং বাহং বহিভূমণ্ডলং গচ্ছতি প্রাপ্লেতীতি বাহগস্তং রাজপুরুযৈবহির্নিঃসারয়ন্তং অথবা বধ্যগং ইহ বধ্যশব্দেনােপচারাদ্বধ্যভূমিরুচ্যতে তত্র বধ্যভূমৌ গচ্ছন্ত” টীকা ১।