________________
সমুদ্রপালীয় একবিংশ অধ্যয়ন
চংপাএ পালিএ ণাম, সাবএ আসি বাণিএ। মহাবীরস ভগবও, সীসাে সাে উ মহল্পণে ॥১॥
চংপএ (চম্পাতে= চম্পা নগরীতে) পালিএ শাম ( পালিত নামক) বাণিএ (বণি) সাবএ (শ্রাবক) আসি (ছিল) সে (সে) মহল্পণে (মহাত্মা) ভগবও ( ভগবান্ ) মহাবীর (মহাবীরের) সীসাে ( শিষ্য =ধর্মাবলম্বী ) ( ছিল ) ॥১॥
চম্পা নগরীতে পালিত নামক এক বণিক শ্রাবক ছিল। সে মহাত্মা ভগবান্ মহাবীরের শিষ্য ছিল ॥১।
ণিগংথে পাবয়ণে, সাব সে বি’ কোবিএ।
পােএণ ববহরংতে, পিহুংডং গরমাগএ ॥২॥ সে (সেই পালিত ) সাবএ (শ্রাবক) ণির্গংথে পাবয়ণে ( নিগ্রন্থ প্রবচনে= নিগ্রন্থ শাস্ত্রে ) কোবিএ (কোবিদ=পারদর্শী) (ছিল) (সে) পােএণ (পােতে= জাহাজে) ববহরংতে (ব্যবহার করিতে করিতে =বাণিজ্য করিতে করিতে) পিহুংডং (পিহুণ্ড নামক ) গরমাগএ (নগরে আগমন করিল) ॥২॥
সেই পালিত নামক শ্রাবক নিগ্রন্থ প্রবচনে পারদর্শী ছিল। সে পােতে করিয়া বাণিজ্য করিতে করিতে পিহুণ্ড নামক নগরে আগত হইল ॥২॥
পিহুংডে ববহরংত, বাণিও দেই ধূয়রং। তং সসত্তং পইগিজ্ঞ, সদেসমূহ পখিও ॥৩
পিহুংডে (পিহুণ্ড নগরে ) ববহরংত (বাণিজ্য করিতে করিতে) (পালিতকে
১। বিকেবিএ’ টীকা ২ ও ৩। ২। সয়ং দেসং’ টীকা ১। ৩। পইটুঠি টীকা ১।