________________
৩৬৮
উত্তরাধ্যয়ন সুত্র
কোন) বাণিও (বণি) (তাহার) ধূয়রং ( দুহিতাকে) দেই (প্রদান করিল) সসত্তং ( সসত্ত্বা=সগর্ভা) তং (সেই কন্যাকে) পইগিষ্ম ( গ্রহণ করিয়া) অহ (অথ =তৎপরে) সদেসং (স্বদেশের প্রতি) পখিও ( প্রস্থান করিল ) ৩
পিহুণ্ড নগরে বাণিজ্য করিতে করিতে পালিতকে কোন বণিক তাহার দুহিতা প্রদান করিল। সেই কন্যা সগর্ভা হইলে তাহাকে সঙ্গে লইয়া পালিত স্বদেশের অভিমুখে প্রস্থান করিল ||
অহ পালিয়স ঘরণী, সমুদ্দংমি পসবঙ্গ। অহ বাল তহিং জাএ, সমুদ্দপালিত্তি ণাম ॥৪॥
অহ (অথ=তৎপরে ) পালিয় ঘরণী (পালিতের গৃহিণী) সমুদ্দংমি ( সমুদ্রে) পবসঈ ( প্রসব করিল =সন্তান প্রসব করিলে ) অহ (অথ) তহিং ( সেস্থলে =সমুদ্রে ) জাএ (জাত) (হওয়ায়) বালএ (বালক) সমুদ্দপালিত্তি (সমুদ্রপাল এই ) ণামএ (নামক ) ( হইল ) |
তৎপরে পালিতের গৃহিণী সমুদ্রে সন্তান প্রসব করিল এবং সমুদ্রে জাত বলিয়া সেই বালকের সমুদ্রপাল এই নামকরণ করা হইল ॥৪॥
খেমেণ আগএ চংপং, সাবএ বাণিএ ঘরং।
সংবঈ ঘরে ত, দারএ সে সুহােঈএ ॥৫॥ বাণিএ (বণিক) সাবএ (শ্রাবক) খেমেণ (ক্ষেমে = নির্বিঘ্নে ) চংপং (চম্পা নগরীতে) ঘরং (ঘরে=স্বগৃহে) আগ ( আগত হইল) (এবং) তস্স ঘরে (তাহার গৃহে) সে (সেই ) দারএ (পুত্র) সুহােঈএ (সুখখাচিত= সুখভােগের মধ্যে) সংবঈ ( বৃদ্ধিপ্রাপ্ত হইতে লাগিল ) ॥৫॥
সেই বণিক শ্রাবক নির্বিঘ্নে চম্পায় নিজগৃহে আগত হইল এবং তাহার গৃহে সেই বালক সুখভােগর মধ্যে বর্ধিত হইতে লাগিল ॥৫॥
১। দারএ’ টীকা ১ ও ৩। ২। পালােত্তি’ টীকা ১।